বিকেল দাও বিকিয়ে আমার কাছে, মন করো নিলাম
তোমাকেও না হয় একটি বিকেল দিলাম
গোধূলীর আলোয় পথ চিনে নিয়ে
কিছু মুগ্ধতা চলো আনি ছিনিয়ে।
চলো ঘুরে আসি বৃষ্টি ভেজা এই শহরের অলিগলি
জানো মনের শাখে উঁকি দিয়েছে ইচ্ছের কলি
ভেজা দিনের বুকে হেঁটে বেড়াই, যাবে কোথাও?
ভাল্লাগে না ঘরে বসে অযথাই হাউকাউ।
চলো মেঠোপথ ধরে হাঁটি
যেখানে বৃষ্টি সেজেছে পরিপাটি
ঘাসের উপর বৃষ্টির বিন্দু, আকাশে স্বচ্ছ মেঘ
তুমি একবার দাও না ছুঁয়ে আমার আবেগ।
বৃষ্টি ঝরে গেলে আকাশটাও স্বচ্ছ আলোয় ভরপুর
কাটাবে আমার সাথে একটি দুপুর
যাবে বিকেলের বুকে হাটতে
পারবে আমায় নিয়ে যত গোপন কথা আমার সাথে বাটতে?
আকাশের বুকে রাখবো বিষ নীল দুটো চোখ?
বিষ যত উড়ে যাবো, প্রকৃতি হতে টেনে নাও সুখ
আমি না হয় বিষ কাঁটা তোমার গলায়
চুপ থেকো, হেঁটো সঙ্গে, কী যাবে আসবে কথা বলা না বলায়।
মেঠোপথের কিনারে ঘাসের বাগান
যেখানে আজ হয়েছিল বৃষ্টির রিনিঝিনি গান
বৃষ্টির সুর থেমে গেল সহসা, ঘাস সাজলো মুক্তোর দানায়
চলো না এসব মুগ্ধতা কুঁড়াতে, উড়ি বিকেলের বুকে কল্প ডানায়।
.
(স্যামসাং এস নাইন প্লাস, গ্রীণ মডেল টাউন, ঢাকা)
loading...
loading...
চলো মেঠোপথ ধরে হাঁটি
যেখানে বৃষ্টি সেজেছে পরিপাটি
ঘাসের উপর বৃষ্টির বিন্দু, আকাশে স্বচ্ছ মেঘ
তুমি একবার দাও না ছুঁয়ে আমার আবেগ।
loading...