ঝুম বৃষ্টির এই দিনে মন যেন ডানা মেলা পাখি
এমন সুখের দিনে সময় দিয়ে যাক ফাঁকি
এক কাপ চা হাতে আজ বৃষ্টি বিলাসী
টুপটাপ ঝরুক বৃষ্টি, আমি বৃষ্টি ভালোবাসি।
ঝুপঝাপ রিনিঝিনি আয় বৃষ্টি আয়
ঘিরে রাখ আজ আমায় ভীষণ মায়ায়,
ও বৃষ্টি চা খাবি, এসে বস চায়ের কাপে
নে করে নে স্নান চায়ের উত্তাপে।
আয় বৃষ্টি আয়, ঝমঝমিয়ে আয় না
আশা করি রাখবি আমার বায়না,
চা দেব আজ খেতে
দে বৃষ্টি আজ তোর বুক পেতে।
পাখি আমি ডানা মেলা পাখি, উড়ি মেলে ডানা
আজ আমার অফিস পাড়ায় যেতে আছে মানা,
চায়ের কাপে বৃষ্টির জল
বৃষ্টি থামিস না, করিস না আজ ছল।
ঝুমঝুমিয়ে নাম রে বৃষ্টি আকাশ ভেঙ্গে ঝর
দে কাঁপিয়ে বৃক্ষ লতা, টিনের চাল থত্থর,
উষ্ণ জলে ভেজাচ্ছি ঠোঁট
আয় বৃষ্টি আয় আরাম করবো কিছু লোট।
.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
বৃষ্টি ভেজা দিনে এক কাপ উষ্ণতা চাই,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
উষ্ণ জলে ভেজাচ্ছি ঠোঁট
আয় বৃষ্টি আয় আরাম করবো কিছু লোট।
loading...