আসুন ভালো কথা বলি অথবা নীরব থাকি
ব্যথা, বেদনা এসব জীবনেরই অংশ
আসুন, এবার পাথর দিয়ে পাথর ঢাকি!
সব ভুল যেমন ভুল নয়
সব ভালো যেমন ভালো নয়
সব জল যেমন জল নয়
তেমনি সব বেদনাও জাতি সাপের বাচ্চা নয়
সড়ক পথও পথ, রেলপথও পথ
তবে এক নয় রাজার মত আর প্রজার মত!
রাজা মশাই যা-ই বলেন তাই সইত্য
কবিরাজ যা বলেন তাই পইথ্য
আর প্রজা যা বলে সেটাই অকইথ্য!!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
পাথুরে প্রলাপ,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
রাজা মশাই যা-ই বলেন তাই সইত্য
কবিরাজ যা বলেন তাই পইথ্য
আর প্রজা যা বলে সেটাই অকইথ্য!!
loading...