আশা ভালোবাসার জীবন

ni জন্মের পর গর্ভধারিণী মায়ের ভালোবাসা থেকেই একজন মানুষের মনের মণিকোঠায় ছোট পরিসরে ভালোবাসার জন্ম হয়। একসময় ছোট্ট ভালোবাসা অনেক বড় হয়ে ভালোসার গভীরে চলে চলে যায়।

ভালোবাসা ছড়িয়ে পড়ে নিজ সংসারে। ভালোবাসা ছড়িয়ে পড়ে সমাজের মানুষের মাঝে। ভালোবাসা ছড়িয়ে পড়ে দেশ ও দশের মাঝে। সেই ভালোবাসা থেকেই ভালোবাসতে থাকে স্রষ্টার সৃষ্টিকে।

আবার সেই ভালোবাসা থেকেই শতসহস্র ছোটবড় আশা জন্ম হতে থাকে। সেই আশাই একজন মানুষকে একসময় সাফল্যের শিখরে পৌঁছে দেয়।

কেউ প্রেমে সফলতার আশা করে। কেউ লেখাপড়া করে বিদ্যান হবার আশা করে। কেউ মহাসাগর পাড়ি দিতে আশা করে। কেউ দুর্গম পাহাড়ের চূড়ায় ওঠার আশা করে। কেউ চাঁদের দেশে যাবার আশা করে।

কেউ ভিনগ্রহে জীবের সন্ধ্যানে মহাকাশের এই গ্রহ থেকে ওই গ্রহে ঘুরে সফলতার আশা করে। কেউ মহাসাগরের তলদেশ থেকে মণিমুক্তা কুড়ানোর আশা করে। কেউ মানুষকে নিঃস্ব করে নিজেই বিশ্বের বড় ধনীব্যক্তি হওয়ার আশা করে।

সেসব আশা কারোর সফল হয়। আবার কেউ আশা থেকে নিরাশ হয়ে নিজেই ধংস হয়ে যায়।

কিন্তু পৃথিবীতে বেঁচে থাকা মানুষগুলোর মনের মণিকোঠায় জমে থাকা আশা ভালোবাসা চিরতরে ধংস হয় না। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও বেঁচে থাকার আশা করে।

মোটকথা এই পৃথিবীর খারাপ ভালো সব মানুষই আশা আর ভালোবাসা মনে ধারণ করেই বেঁচে থাকে জন্ম থেকে জীবনের শেষ সময় পর্যন্ত। আমিও বেঁচে আছি আশা ভালোবাসা নিয়ে। বেঁচে থাকুক পৃথিবী, বেঁচে থাকুক স্রস্টার সকল প্রেরিত জীব।

.
নিতাই বাবু
১৪/০৬/২০২৩ইং।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
আশা ভালোবাসার জীবন, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২০-০৬-২০২৩ | ৯:৪২ |

    "আমিও বেঁচে আছি আশা ভালোবাসা নিয়ে। বেঁচে থাকুক পৃথিবী, বেঁচে থাকুক স্রস্টার সকল প্রেরিত জীব।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ২১-০৬-২০২৩ | ১:০৬ |

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, প্রিয় দাদা। 

      GD Star Rating
      loading...
  2. ফয়জুল মহী : ২১-০৬-২০২৩ | ৬:২৫ |

    অনবদ্য ভাষা আর অপরূপ ছন্দ।
    খুবই ভালো লাগল কবি।

    GD Star Rating
    loading...