আমার ছোট্ট মন কেমন আছিস তুই ? আমি খুব ভালো আছি জানিস! এইসব কবিতা আর গল্প-উপন্যাসে আর গানে ডুবে থাকি। বেশিরভাগ সময়টা এই ভাবেই কেটে যায়। খালি যেদিন খুব ভোরে ঘুম ভাঙে, ছাদে যাই কিছু পাখির খাবার দানা নিয়ে। ছড়িয়ে দিই, জানিস পাশের স্কুল বাড়িটায় অনেক পায়রা থাকে। আমার দানা ছড়ানো দেখে সেই পায়রাগুলো আসে আপন মনে দানা খায় আর আমি তাদের পালকের থেকে মন তোর গন্ধ নিই।
এইসব ভোরবেলাগুলো এখন অনেক আলাদা। তবে একটা ভালো ব্যাপার কি আজকাল ভোরবেলা খুব কম আসে। রাতের পর রাত কেটে যায় ওই আকাশের তারা গুনে। ওই যে এক আকাশ তারা দিয়ে গেছিস সেই কোন ছোট বেলায়, বলেছিলি তোর আর কি চাই, এক আকাশ ভরা তারা দিলাম তোকে। জানিস আজও আমি আমার পছন্দের একটা একটা করে তারা রোজ গুনে তুলে রাখি। তারপর কোথা দিয়ে বেলা বয়ে যায় বুঝতেই পারি না।
সারাদিন কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি। শুধু যেদিন খুব বৃষ্টি হয়, সেদিন নিজে সেই ছোট্ট বেলার মতো বৃষ্টিতে ভিজি। তুই তো জানিস বৃষ্টি আমার কত পছন্দের। বৃষ্টির সাথে কত স্মৃতি, কত মজার দিন। তোর মনে আছে বৃষ্টি শেষে কাগজের নৌকা বানাতাম আর বৃষ্টির জমা জলে সেই নৌকা ভাসাতাম, আর যদি আমার ভাসানো নৌকা ডুবে যেত কি ভীষণ কাঁদতাম আমি। প্রতিটি বৃষ্টির ফোঁটায় আমি অনুভব করি রে তোকে। মেলে দি নিজেকে, একটু জল- আলো-বাতাস পাক “ভুলে থাকা” স্বপ্ন গুলো।
আমার সেই ছোট্ট মন কোথায় হারিয়ে গেলি তুই?
loading...
loading...
প্রতিটি বৃষ্টির ফোঁটায় আমি অনুভব করি রে তোকে। মেলে দি নিজেকে, একটু জল- আলো-বাতাস পাক “ভুলে থাকা” স্বপ্ন গুলো।
আমার সেই ছোট্ট মন কোথায় হারিয়ে গেলি তুই?
loading...
সুন্দর কাব্য ভাবনার প্রকাশ
পাঠ করে মুগ্ধতা অপরিসীম।
শুভকামনা অবিরত।
loading...
আপনার জীবনের গল্প শুনলাম। ভালো লাগলে, দিদি।
loading...