সবিনয় নিবেদন
একা করে দাও,
আমাকে ভাববার সময় দিও না
সুযোগ পেলে আমি কামড় দেব
আমি কাঁধে চেপে বসব
তুমি নিজেকে বাঁচাও
আমাকে একা করে দিয়ে যাও।
পায়ের নীচে দ্যাখো কত্তো পাথর
আমার টালমাটাল, দিশেহারা অবস্থান
তুমি সুখি হও দেখে,
সুখি হও ভেবে যে আমি ভাল নেই
আমাকে দয়া করো না
ছুঁড়ে ফেলে দাও দূরে।
তোমায় কষ্ট দিয়েছিলাম
তুমি ছিঁড়ে গিয়েছিলে কাগজ হয়ে
আবার জোড়া দিতে গিয়ে
বুঝেছিলাম, কষ্ট কত কষ্টের
সাহসী হয়ে একা করে দিলে
তবে আর ফিরে তাকিয়ো না।
আমাকে আবার একা করে দাও
এতটাই একা—
যেন তোমায় আরো বেশি করে ভাবি,
আরো ভালবাসি
আমায় দয়া ক’রো না
শুধু একা করে দাও, একা।
________________________
আখ্যান
মধুর সে ভ্রমণকালে তুমি কোথায় ছিলে?
এ তবে অন্তর্গত সেই ভাষা
কিছু তথ্য, কিছু অনৈতিক আদান-প্রদান।
মঞ্জুর করো প্রেম….
শালীন যত ভঙ্গী কামনায় পাল্টে দেয়া যায়
ইজি গোয়িং বলে চীৎকার না হয় করলে
বদলানো যাবে না নেশার কোকেন।
মঞ্জুর করো বাসনা….
তোমার চোখ থেকে লাফিয়ে নামা
হলদে বাঘের শীৎকারে
লোভের কথাই লেখা হয়ে গেল মনে
না-মঞ্জুর করে দিলাম নিজের তৃপ্তি।
loading...
loading...
তোমার চোখ থেকে লাফিয়ে নামা
হলদে বাঘের শীৎকারে
লোভের কথাই লেখা হয়ে গেল মনে
না-মঞ্জুর করে দিলাম নিজের তৃপ্তি।
loading...