সবার যখন মত্ত ছুটি
আমি তখন ঘাস্কাটায়,
সবার যখন ব্যস্ত কাজ
আমি তখন রাস্তা পা য়।
কারো পকেট ভর্তি হলেও
চোখ থেকে যায় টাঁকশালে,
দু টাকাতেই আমীর আমি
জলসা বসে জঙ্গলে।
একটুখানি নাম ছড়ালেই
প্রাসাদ গড়ে অহংকারী,
চালচুলোহীন বেবাক হাসি
এপার ওপার আমার বাড়ি।
এমনই থাক মেট্রোমানুষ
কিম্বা গঞ্জ ব্যবসাদার,
মাঠ ও গ্রামীণ আদিবাসী
সোজাসাপটা পগাড়পার।
কাব্য কিম্বা গান্ধীছাপে
ঝুঁকছে মানুষ দিন ও রাত,
এই আছি বেশ তোয়াক্কাহীন
মানুষ ছুঁয়ে হাতে হাত।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
ছন্ন ছড়া,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কাব্য কিম্বা গান্ধীছাপে
ঝুঁকছে মানুষ দিন ও রাত,
এই আছি বেশ তোয়াক্কাহীন
মানুষ ছুঁয়ে হাতে হাত।
loading...