হৃদয়ে বাঁধিতাম তোমারে,
অযোগ্য বিবেচনায় সংশয়ে মরি,
কল্পনায় যতটা সাহসী আমি-
প্রকাশ্যে সেইরূপ কার্য্য সিদ্ধ নই আমি।
তোমাতে বাঁচার উপলক্ষ্য খুঁজি,
তোমাকে ভালোবাসি গোপনে,
অযোগ্য ভেবে সংশয়ে-
আপনার ভাবনা লুকিয়ে রাখি যতনে।
ভয়ে ভয়ে মরি,
নিঃশব্দে বিচরণ কালে,
তোমার অনুভব চারপাশ জুড়ে-
দোষারোপিত হয় যোগ্যতার মানদণ্ডে।
কবিহীন নগরে ভগ্নসৌধে কবিতার পালক,
গোপন সন্ধিতে কবিতার আসর,
আমি চুক্তিতে বিশ্বাসী নই-
তোমাতে অযোগ্য ভেবে।
সংশয়ে মরি পুনঃবার,
ভালোবাসা জাহিরে পারঙ্গম নই,
কল্পনার নগরে আমি সাহসী-
প্রকাশ্যে বিষাদিত আত্মা।
তোমাকে অনুভব করি,
অনুভব করি নিঃশব্দের রাতে,
তবে অযোগ্য বিবেচনায় সংশয়ে-
আপনার স্বভাব লুকিয়ে সাজি বর্ণচোরা।
হারিয়ে যাওয়ার বাহানা খুঁজি,
প্রকাশ্যে দাঁড়াতে পারিনা বলে,
অযোগ্যতার দোষারোপ-
সংশয়ে মরি পুনঃবার আমি।
হৃদয়ে বাঁধিতাম তোমারে,
অযোগ্য বিবেচনায় সংশয়ে মরি,
জীবনের গল্পে তোমার উপলব্ধি-
দোষারোপিত হই ভালোবাসি এই দোষে।
loading...
loading...
জীবনের গল্পে তোমার উপলব্ধি-
দোষারোপিত হই ভালোবাসি এই দোষে।
loading...
ধন্যবাদ ভাই
loading...