ঈদের ছড়া: নিমরা বিলাই

ei

সাদা বিলাই কালা বিলাই
বিলাই দেখি রোজই
ঘাপটি মারা বিলাই ভয়ে
দু’চোখ আসে বুজি।
বিপদ দেখলে কেটেপরে
আর কাছে রয় না
এসব বিলাই খুঁজতে তেমন
বেগ পেতে হয় না।

মিনমিনে নিমরা বিলাই
সুযোগ খোঁজে পাছে
সময় মতো লুকমা দিতে
বিলাই পাবে কাছে।
ঘাপটি মেরে থাকা বিলাই
খুঁজতে থাকে সুযোগ
বলছি এসব সত্য কথা
মোটেই তা নয় হুজুগ!

হাসু মুখের ছ্যাছরা বিলাই
দেখতে ভীষণ শোভা
এঁরা চাইলে এক নিমিষে
করবে তোমায় উবা।
রাগ-গোস্বা নাই এমন বিলাই
খুবযে খতরনাগ
এই প্রকারের বিলাইর কাছে
হারমানে কালনাগ।

শতশত নিমরা বিলাই
ঘরের আশেপাশে
সুযোগ একটা দিয়েই দেখো
কেমন করে নাশে।
চারিদিকে নিমরা বিলাই
কী করে কও বাঁচি
ছ্যাছরা নিমাই ত্যাদড় বিলাই
ওসব নিয়েই আছি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
ঈদের ছড়া : নিমরা বিলাই, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২১-০৪-২০২৩ | ২৩:৩৩ |

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ২২-০৪-২০২৩ | ০:৪৫ |

    আপনাকে-সহ শব্দনীড় ব্লগের সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ২২-০৪-২০২৩ | ০:৪৬ |

      হবে, ❝শব্দনীড়❞। বুঝে নিবেন নিশ্চয়"

      GD Star Rating
      loading...