এগুলো কবিতা কি?

এগুলো কবিতা কি?

১.
আয়নার ভেতর একটা অবাক প্রতিফলন
কেমন ঘোরলাগা, নীল নীল
অনেকটাই গোলমেলে এইসব ভ্রান্তি
তবু আপেক্ষিক প্রতিসরণ হতে থাকে বৃন্তচ্যুত
পেট্রলের মত মিঠেকটু গন্ধের দিকে
ধাবিত হতে হতে আয়নায় আবারো দেখে ফেলি কারো মুখ।

২.
আমার সবই ছিল, তবু মনে হত নাই নাই
যার কিচ্ছু ছিল না
যার মনে হত আরো কিছু প্রয়োজন
সে যখন আমাকে পেল
সে যখন আমাকে পেল, তার মনে হল
সে আসলে কিচ্ছু পায়নি
আর আমি ততক্ষণে বুঝে গেছি
আমার সব আছে, অনেক বেশীই আছে।

৩.
কার টেরিটরি কোনটা, না বুঝেই গর্তে পড়ে গেলাম
পায়ের নীচে ইঁদুর, গায়ে গায়ে সাপ
মাথার উপর একটা মাত্র চিল
নিজের অবস্থান সম্পর্কে ধারনা এসেছে
তবু নিজের জায়গাটুকু নিয়েই পড়েছি বিভ্রাটে।

৪.
দুনিয়া নাকি নিষ্ঠুর, শুনে শুনেই বড় হলাম
তুষারপাত বা সাদা বৃষ্টি ঝরা দেখবার পর
আদতেই পৃথিবীটাকে নরক বলে মনে হয়
হয়তো একদিন গ্যাব্রিয়েলের পাখাটা দেখে নেব
বিস্ময়কে মেঘের মোড়কে চকলেট বানিয়ে ছুঁড়ে দেব
এবং পুরো স্তবক পাঠান্তে হয়তো বলেও উঠব,
হা ঈশ্বর! পাখাটা তবে আমারই পুড়েছিল!

৫.
আমার হৃদয় তার মুখের ভেতর
তখন আমি তার হৃদয়ে মুখ লুকিয়ে ডুকরাচ্ছি
তখন সে আমার হৃদয় চিবুচ্ছিল, কচমচ কচ
আমি অপলক তাকিয়ে ছিলাম গোধুলীর দিকে
হৃৎপিন্ডের রঙ কণে দেখা আলোয় পীতাভ হচ্ছে
আমি গাছের ক্লোরোফিলে নিজের লজ্জা লুকালাম
আরো পরে হৃদয়ের রঙ সবুজ হবে
যদি কেউ সবজি ভেবে খেতে চায় আমিও উদার হব
কচকচে শব্দটায় নেশা আছে, যেমন আছে ফোঁপানো কান্নায়।

৬.
এখনো কৃতজ্ঞ আছি তাঁদের প্রতি
যারা চুমুক দিয়ে পানি পান করেন
এখনো যারা চিবুতে শেখেননি
তাঁরা যেন শিখে ফেলেন যাদুবিদ্যা
দেশ-জাতি রসাতলে যাবার আগেই
স্বচ্ছতা বিষয়ে জ্ঞানার্জন অতীব জরুরী।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এগুলো কবিতা কি?, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২০-০৪-২০২৩ | ১৪:০০ |

    এগুলো কবিতা না হলে কবিতা কি !! প্রশ্নটি আমারও।

    ___ পাঠে মুগ্ধ হলাম প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ২০-০৪-২০২৩ | ২১:৪০ |

    মনোমুগ্ধকর খণ্ড কবিতাগুচ্ছ!

    GD Star Rating
    loading...