‘বাস্তবতা বড় কঠিন’ আর পাঁচজনের সাথে চলতে গেলে
যে ধীরে চলে সে তাল মেলাতে পারে না; পেছনে থেকে যায়
তার ছায়া ক্রমশ গন্তব্য থেকে বহুদূর… যে দ্রুত চলে সে হোঁচট খায়
তার চোখ ধূসর, একই স্বপ্ন দেখেছিল পাঁচজন।
শীতে শুকিয়ে যায় নদী; ভয় হয় পাতা ঝরা বৃক্ষ দেখলে হঠাৎ
যারা উঠে গেছে ওপর তলায়, তাদের ছাদে শোভিত ফুল
একদিন ধূসর রোদ হঠাৎ তাদের বেলকুনিতে
স্থির চশমায় খোঁজে গন্তব্য, ডুবে যাওয়ার পূর্বে দেখে আরো পাঁচজন।
যে গাছ মরে গেছে, নিয়মমাফিক মাটিতে মিশেছে ফসিল
তার ডালে পাখির কূজন স্বপ্নের মতো ধূসর এখন
আর যাকে করা হয়েছে টুকরো টুকরো, সাজানো হয়েছে চিতায়
বহু শতাব্দী কেউ কেউ জাদুঘরে প্রাণহীন প্রদর্শক।
তাদের গন্তব্য পাঁচজনের স্বপ্নে অনুপস্থিত চিরকাল।
একই পথে যাত্রা তবু যে যার মতো দল থেকে বিচ্ছিন্ন
আপাদমস্তক অপ্রস্তুত তৃষ্ণার্ত প্রায় প্রত্যেকে আঙুল কামড়ায়,
যে পৌঁছে যায় সে ফেরে না, যে হারিয়ে যায়, সে হারিয়ে যায়।
loading...
loading...
যে ধীরে চলে সে তাল মেলাতে পারে না; পেছনে থেকে যায়
তার ছায়া ক্রমশ গন্তব্য থেকে বহুদূর… যে দ্রুত চলে সে হোঁচট খায়।
loading...
সুন্দর একটা কবিতা উপহার দেয়ার ধন্যবাদ! আশা করি ভালো থাকবেন।
loading...