এমন একটা সময়ে তুমি এসেছিলে যখন একটা কালো অন্ধকারের মেঘ থামিয়ে দিয়েছিলো আমায়। ফুরিয়ে যেতে যেতেও উঠে এসেছিলাম, বিশল্যকরণীর মতো তোমার স্পর্শে। তোমার জন্যই বসন্ত এসেছিলো। তোমার জন্যই শিমূলে, পলাশে খেলেছিলো জীবন। রাতজাগা ক্লান্ত পাখিটা গেয়ে উঠেছিল ভাটিয়ালী সুরে জীবনের গান। তোমার স্পর্শে গুমোট জীবনেও উঠেছিল ঢেউ। তোমার চোখ থেকে আবীর মেখেছিলো ধুসর মন। সাতটি রং সেজে উঠেছিল আমার চোখের আকাশে।
হঠাৎই অবিশ্বাসী কাঁটায় বিদ্ধ হয়ে, ‘ও কিছু নয়’ বলে চুপ থেকেছি, ভেঙেছি ভীষণ। অথচ তোমাকেই দিয়েছিলাম এক সাগর ভালোবাসা। কবোষ্ণ বুকের তরলের মতো।
ছিন্ন বিচ্ছিন্ন জীবনের টুকরো গুলো গোছাতে গোছাতে ভীষণ ক্লান্ত। একদিন নিঝুম রাতের ধূমকেতুর মতো, রাতজাগা কোনো তারাখসার মতো, কিংবা দাবানলে ঝলসে যাওয়া কোনো শুকনো পাতার মতোই ঝরে যাবো। কোনো ডাকেই আর ফেরাতে পারবে না।
শুধু পড়ে থাকবে আমার ক্ষত বিক্ষত, রক্তাক্ত পৃথিবী। কোনো বিবর্ণ ভুলে যাওয়া জলছবি মতো।
————
.
প্রচ্ছদের ছবি আঁকা: আমি।
loading...
loading...
রক্তাক্ত পৃথিবী। কোনো বিবর্ণ ভুলে যাওয়া জলছবি মতো।
loading...