প্রিয়া তোমার এক বিন্দু অবহেলা
জীবন করে দেয় দিক-দিশেহারা।
তুমি তো বয়ে চলা নদীর মতো
ছুটে চলেছো আপন খেয়ালে
কারও খাঁচায় বন্দি পাখির মতো
থাকতে চাওনি প্রেমের দেয়ালে।
বুকের ভূমিতে করি পুষ্প রোপণ
জল ঢেলে করেছি কতটা যতন
তুমি মাড়িয়ে গেলে পাষাণ চরণ
বুঝলে না আমার মলিন বদন।
যাবে যদি ছিঁড়ে প্রেমের শিকল
যাও চলে যাও হোক প্রেম বিফল।
প্রিয়া তুমি তো মুক্ত নভশ্চর
হলাম না হয় আমিই তোমার পর।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
প্রিয়ার অবহেলা,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চমৎকার উঠে এসেছে লিখাটি। অভিনন্দন প্রিয় কবি।
ব্লগিং হোক আনন্দের।
loading...
হার্দিক ভালবাসা ও নিরন্তর শুভেচ্ছা রইলো প্রিয় মুরুব্বি ।
loading...