শরীরে শরীর খেলা করে উন্মাতাল ঢেউয়ের ছন্দে।
হৃদয়ে হৃদয় খেলা করে মন খুশিতে নাচে,
মাছরাঙ্গা ডুব দিয়ে যায় মাছ পালিয়ে যায় জলে।
কলমি পাতা ছুঁয়ে প্রজাপতি বসে শর্ষেফুলের বুকে,
নদীর ঢেউ ছলাত ছলাত বৃষ্টিঝড়ে রিমঝিমিয়ে।
ডিমের কুসুমের মতো লাল সূর্য ডুব দেয় সাগরের বুকে,
মায়াবী জোছনায় আকাশ সেজেছে দারুণ।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে যেন রংতুলিতে আলপনা আঁকে,
সলতের মতো আলো এসে ঠিকরে পরে প্রেয়সীর গালে।
এই মাঠ সেই মাঠ ঘুরে, এই ফুল সেই ফুল খেয়ে,
মৌমাছি উড়ে এসে বসে মধু দেয় চাকে।
বুনো শিয়াল ডেকে ডেকে চারপাশ কাঁপিয়ে,
জানান দিয়ে যায় রাত হয়েছে ঢের।
রাজত্ব এখন তাদের ঝোপঝাড়ে,
রাত গত হয়ে আবার দিন ফিরে আসে।
বাঁশঝাড়ের মাথা ডিঙ্গিয়ে প্রভাতের সূর্যটা হাসে,
দীঘির জলে রোদ নামে পানকৌড়ি ডাকে গলা উঁচিয়ে।
গরুর পাল লয়ে রাখাল ছুটে চলে ধুলো মাড়িয়ে …
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
এই দেশের বুকে,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতার চেষ্টা বা প্রয়াস প্রশংসার দাবী রাখে।
অভিনন্দন মি. এইচ আই হামজা।
loading...