পরবাসী ভালবাসা

tyui

আমি গরম দেশের মেয়ে
এপ্রিল থেকে আগস্ট পেরিয়ে
যখন চৌচির হতে শুরু করে মাটি
তখনও থাকতে জানি
নির্বিকার- জল কাদায় হাঁটাহাঁটি।

আমার ছেলেও তেমন
অথচ দূরদেশ ওকে বার্তা পাঠালো,
এই দেশে আয়, আয় ছেলে আয়-
অমন হিমের ভেতরে ও’ নির্দ্বিধায় হেঁটে গেল
আমাদের ছেড়ে কেমন নিরুপায়, ভবিতব্য সনাতন।

ভিডিওকলে ফারের টুপি চিত্রিতমুখ
আর অভিনয়ের হাসিমাখা ছবি দেখে
ঠিকই টের পাই
শীতের দেশের উত্তাপহীনতা,
কিছুই করার থাকেনা, এপারের দীনতা।

মাঝরাতে কুকুরের কান্না শুনি কান পেতে
মায়ের মন অনুবাদ করতে চায় যাবতীয় ভাষা,
অকল্যাণকর সব ইশারা
ছেলেটা কাজ সেরে ক্লান্ত বিছানায় শুন্য বেসমেন্টে
কি নিয়ে বাঁচি? দুরাশার দোলাচলে এক ফোঁটা আশা।

বালাই ষাট, বালাই ষাট
ছেলে আমার পরদেশ
মনে হয় সবাইকে বলি,
ও’ আমার ভীষন ভালো
রক্ত কথা বলে, নির্ঘাত।

কেবল একটু ছেলেমানুষ
নেই কোনো মন্দ অভ্যাস
ও পরদেশ, ভুল বুঝে কষ্ট দিওনা
মায়ের চোখহারা ছেলে-
আহারে পরবাস।

এই গরমেও দেখো, পায়ে মোজা আমার
সব শীত, সব তুষার বুকে জমুক নিরাকার
ছেলে, ও ছেলে, কেন তোরা পরদেশে যাস!
মেনে, বুঝে, জেনে নিস- পাথরেই কল্পিত ঘাস,
এদিকে আছি আমরা চার প্রাণ, আমরাই তোর নিঃশ্বাস…

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
পরবাসী ভালবাসা, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ০৭-০৩-২০২৩ | ১১:১০ |

    অসাধারণ উপস্থাপন মনোমুগ্ধকর।
    শুভ কামণা রইলো

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৭-০৩-২০২৩ | ১২:৫২ |

    অমন হিমের ভেতরে ও’ নির্দ্বিধায় হেঁটে গেল
    আমাদের ছেড়ে কেমন নিরুপায়, ভবিতব্য সনাতন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...