স্বপ্ন শেফিল্ডে শহীদ মিনার

33

মনে পড়ে ছেলেবেলার একুশের ভোর। সারারাত জেগে এবাড়ি ওবাড়ি ঘুরে, ভিক্ষা করে, চুরি-চামারি করে যে ফুল সংগ্রহ করতাম তা-ই সুন্দর করে সাজিয়ে অঞ্জলি দিতাম শহীদ বেদীতে। দীর্ঘদিন নগ্ন পায়ে হাঁটা হয় না দীর্ঘদিন প্রাণ খুলে গাওয়া হয় না ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো…’। অমর এ গান অনেকবার চোখ ভিজিয়েছে। শহীদ মিনারে ফুল দিতে গিয়ে অনেকবার হাউমাউ কেঁদে উঠেছি। সালাম রফিক বরকত জব্বার আমার কাছে শুধু একেকটি নাম নয়; এক একটি অগ্নি গোলক। তারা পুড়েছে; পুড়িয়েছে বলেই আমরা মন খুলে কথা বলতে পারি, নিজের ভাষায় চিৎকার করতে পারি। ছেলেবেলায় তাঁদের জন্য বুকের ভিতরে যে ভালবাসা জন্মেছিল দীর্ঘ প্রবাস বাসের কারণে সে ভালোবাসা গভীর থেকে গভীরতর হয়েছে। এখনো একটি অক্ষরের অনুপস্থিতি বুক-কে খালি করে দেয়।

গত কয়েক বছর ধরে যে শহরে থাকি; প্রায় হাজার দশেক বাঙালির বাস। বলতে ভালো লাগছে না; তবু সত্য হচ্ছে শহরের অধিকাংশ বাঙ্গালী বাংলা থেকে দূরে সরে গেছে। তাদের বুকে বাংলার শ্যামল রূপ আর দোলা দেয় না। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে তারা ভাবিত নয়।

বাঙ্গালীদের জাতীয় দিবস পালনের আগ্রহ এ শহরের বাঙ্গালীদের মাঝে দেখা যায় না। তৃতীয় প্রজন্মের কথা নয়, দ্বিতীয় প্রজন্ম যারা দেশ থেকে বড় হয়ে এসেছে তারাও দেশ একেবারে ভুলে গেছে। প্রতিদিনের জীবন সংগ্রামে দেশ কিছু দূরে সরে যায় এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু কোন বাঙ্গালী অবসরে দেশ স্মরণ না করে কীভাবে থাকতে পারে! দুঃখ বেদনা আনন্দ খুশিতে দেশ হানা দেয় না এটা ভাবতে অবাক লাগে।

বাঙ্গালীর জাতীয় দিবস গুলি আসে যায়। কিন্তু এক নদী রক্তের বিনিময়ে ভাষা, এক সাগরে রক্তের বিনিময়ে দেশ পেয়েও আমরা দেশ স্মরণ করিনা; সেই আত্মত্যাগী মানুষদের সামান্য কৃতজ্ঞতা দেখাই না। মাঝেমধ্যে রাজনৈতিক দলগুলি দিবসের নামে ব্যানার লাগিয়ে ফটো সেশন করে, সেখানে সাধারণ মানুষের দেখা পাওয়া যায় না।

এ শহরের বাঙ্গালীদের নেতৃস্থানীয় কয়েকজনের সাথে এ বিষয়ে অনেকবার কথা বলে দেখেছি কিন্তু সাহিত্য, সংস্কৃতি কিংবা দেশ নিয়ে তাদের আগ্রহী করতে পারিনি। তারা দেশের শিল্প, সাহিত্য নিয়ে বলতে আগ্রহী নয় কিন্তু দেশের অবক্ষয়ে, যুব সমাজের অবক্ষয়ে বিদ্রোহী। হাজারবার বলেও তাদের বুঝাতে পারিনি শিল্প সাহিত্যের অনুপস্থিতিতে যে কোন দেশ যেকোনো সমাজ মূঢ় হতে বাধ্য।

একুশে ফেব্রুয়ারি শুধু শহীদ দিবস নয় এখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। আমার মনে ইচ্ছে ছিল এই শহরে শহীদ মিনার প্রতিষ্ঠা করার। ১০ হাজার বাঙ্গালী অধিষ্ঠিত একটা শহরের জন্য এটা খুব বড় বিষয় নয়। প্রয়োজন দেশপ্রেম এবং একতা। দল-মত নির্বিশেষে সবাই শহীদ মিনারের জন্য একমত হতে পারে। কোন রাজনৈতিক, ধর্মীয় মতদ্বৈততা এখানে বাধা হতে পারে না।

আমি খুব ক্ষুদ্র মানুষ; যারা নিজেদের বড় মানুষ বলে দাবি করেন তাদের দ্বারে দ্বারে ঘুরেও শহীদ মিনারের জন্য প্রয়োজনীয় সমর্থন আদায় করতে পারিনি। আমাদের তৃতীয় প্রজন্ম এমনিতেই দেশ বিমুখ, দেশের রাজনৈতিক ঝগড়া তারা নিতে পারে না।

তবু পিতৃভূমির জন্য তাদের মনে কিছুটা দুর্বলতা আছে টের পাওয়া যায়। বাংলাদেশের ক্রিকেট দলের সাফল্যের কথা শুনে তাদের চোখ যেভাবে উজ্জ্বল হয়ে ওঠে তাতে বুঝা যায় মনে মননে কিছু পরিমাণ হলেও বাঙ্গালীত্ব আছে। বিশ্বব্যাংকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের পয়সায় যখন পদ্মা সেতু বানাতে দেখে তখন তাদেরও বুক ফুলে যায়। তাদেরকে দেশের প্রতি আরো আগ্রহী করতে শহীদ মিনার বিরাট ভূমিকা পালন করতে পারে। শহীদ মিনারই একমাত্র দল এবং রাজনীতি নিরপেক্ষ। শহীদ মিনারের ইতিহাস জানার মধ্য দিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে, পিতৃভূমির গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে আগ্রহী হতে পারবে।

একটা শহীদ মিনার প্রতিষ্ঠার স্বপ্ন খুব বড় স্বপ্ন নয়। চাইলেই বাস্তব করা সম্ভব। শুধু প্রয়োজন দেশের প্রতি ভালোবাসা। শুধু প্রয়োজন আত্মত্যাগী মানুষের প্রতি সামান্য কৃতজ্ঞতা দেখানো। আমরা যে মাকে মা ডাকি, তাদের রক্তের বিনিময়ে এ ডাক। মা ডাকের সাথে থাকে সালাম, রফিক, বরকত, জব্বার। তাদের আমরা কোনভাবেই ভুলতে পারি না।

শহীদ মিনার হতে পারে কৃতজ্ঞতার স্মারক। শহীদ মিনার হতে পারে বিদেশের বুকে এক টুকরো বাংলাদেশ …

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
স্বপ্ন শেফিল্ডে শহীদ মিনার, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০২-২০২৩ | ২০:০৮ |

    একটা শহীদ মিনার প্রতিষ্ঠার স্বপ্ন খুব বড় স্বপ্ন নয়। চাইলেই বাস্তব করা সম্ভব। শুধু প্রয়োজন দেশের প্রতি ভালোবাসা। শুধু প্রয়োজন আত্মত্যাগী মানুষের প্রতি সামান্য কৃতজ্ঞতা দেখানো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...