একজন বাংলাদেশী আমেরিকায় গিয়ে নাগরিকত্ব নিলেন। তারপর জাপানে গিয়ে একজন জাপানী নাগরিকের সাথে জাপানী আইন অনুযায়ী বিবাহ করেন। তাদের মধ্যে তিনটি বাচ্চা হবার পর কোন কারনে সমস্যা সৃষ্টি হলে সেই বাংলাদেশী আমেরিকান জাপানের আদালতে ডিভোর্স এর আবেদন করার পর মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট তৈরি করে দুই বাচ্চা নিয়ে বাংলাদেশে চলে আসেন। তারপর দুই মেয়ের অভিভাবকত্বের মামলা করেন। মামলা এখনো চলছে।
সেই বাংলাদেশী আমেরিকান এখনো বলছেন, তাদের মধ্যে এখনও বিবাহ বিচ্ছেদ হয় নাই। বিবাহ বিচ্ছেদ এর আগে সন্তানের অভিভাবকত্ব বা জিম্মা দাবি করা যায় কি?
আবার যে বিবাহ বাংলাদেশের বাইরে নিবন্ধিত সেই বিবাহ বা ডিভোর্স এর সিদ্ধান্ত বাংলাদেশের আদালত দিতে পারে কি?
সেই বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক বিবাহের পরও নিজেকে ভারতীয় বংশোদ্ভূত বলে পরিচয় দিয়ে স্ত্রীর ছোট বোনের বিবাহ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। ভদ্রলোক যে জাপানী নাগরিককে বিয়ে করেছেন তার ছোট জাপানের একটি বেসরকারি টেলিভিশন এর সাবেক উপস্থাপিকা। তাঁর নাম লিখে অনলাইনে সার্চ করলে পারিবারিক তথ্য অনলাইনে পাওয়া যায়।
জাপানের আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদ এর পরও সন্তানদের সাথে দেখা করার সুযোগ থাকে। বাংলাদেশী বংশোদ্ভূত একজন জাপানী মডেল আছেন, যার নাম ROLA। বাবা বাংলাদেশী, মা জাপানীজ। বাবা মা র বিচ্ছেদ এর পরও রোলা এবং তার ভাই এর দায়িত্ব বাবার কাছে ছিল, জাপানী আইন সম্পর্কে বাংলাদেশী আমেরিকান যা বলেছেন তা ঠিক নয়।
মোরাল অব দ্যা পোস্ট-
স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ এর আগে সন্তানের অভিভাবকত্ব বা জিম্মা দাবি করা যায় কি? কোনটা আগে?
loading...
loading...
অন্য ব্লগে পড়েছি লেখাটা তবে মন্তব্য করি নাই সময়ের অভাবে
loading...
বিবাহ বিচ্ছেদ এর আগে সন্তানের অভিভাবকত্ব বা জিম্মা দাবি করা যায় না।
loading...