রাতগুলো কান্নার মতন এমন জরুরী নয়
এখানকার রঙ ওখানে ছড়িয়ে
কতই আর চিহ্নহীন হবে সাগর!
লোনা ঢেউছন্দ উঠে আসবে আরো কাছে
না চাইলেও ভাবতে হবে
ছিল না কেউ এখানে।
করুণ আর্তি যেটুকু দাঁড়ানো চোখের দরজায়
তাকে দেখা হয়নি এতকাল
যদিও দূরত্ব এক চোখ থেকে অন্য হাসি পর্যন্ত।
মিলিয়ে যাবে হাওয়ার কণ্ঠলগ্ন কাল
নেমে আসবার সময়ে দেখা হয়ে যাবে ফের
পাহাড় থাকবে শরীরে, মন সমতলে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
ইনভিজিবিলিটি,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মিলিয়ে যাবে হাওয়ার কণ্ঠলগ্ন কাল
নেমে আসবার সময়ে দেখা হয়ে যাবে ফের
পাহাড় থাকবে শরীরে, মন সমতলে।
loading...