জাতীয় সংসদ থেকে হারুনুর রশীদের পদত্যাগ

একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশীদ।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে হারুনুর রশীদ নিজের পদত্যাগপত্র দেন।

হারুনুর রশীদ আজ বেলা ১১টার দিকে পদত্যাগপত্র নিয়ে জাতীয় সংসদ ভবনে যান। দুপুর ১২টার দিকে তিনি সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে নিজের পদত্যাগের কথা জানান তিনি।
সংসদে বিএনপির সংসদ সদস্য ছিলেন সাতজন। তাঁরা ১০ ডিসেম্বর দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

পরদিন ১১ ডিসেম্বর বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ও সংরক্ষিত মহিলা আসনের (৫০) রুমিন ফারহানা জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ বিদেশে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার অসুস্থ থাকায় তাঁরা সেদিন সশরীর পদত্যাগপত্র দিতে পারেননি। তবে তাঁদের পক্ষ থেকেও সেদিন স্পিকারকে পদত্যাগপত্র দেওয়া হয়।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেদিন সাংবাদিকদের বলেছিলেন, বিএনপির সাতজন সংসদ সদস্যের পদত্যাগপত্র তিনি পেয়েছেন। তবে হারুনুর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ই-মেইলে, তাঁর স্বাক্ষর স্ক্যান করে বসানো হয়েছে। এ কারণে সেটি গ্রহণ করা হবে না। তাঁকে আবার পদত্যাগপত্র দিতে হবে।

১১ ডিসেম্বর রাতে জাতীয় সংসদের ছয়টি আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।

সূত্রঃ প্রথম আলো।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
জাতীয় সংসদ থেকে হারুনুর রশীদের পদত্যাগ, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-১২-২০২২ | ১৬:০২ |

    বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে ইতিমধ্যে শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে। এসব আসনে উপনির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন-৫০-এর ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি।

    GD Star Rating
    loading...