সে দিনটি ছিল ধূসর রঙের, যূথিকা!
সূর্য তোমার বুকে মুখ লুকিয়ে রেখেছিল,
যখন তোমাকে আমি বললাম, বিদায়–যূথিকা!
বৃত্তের পরে বৃত্ত বসিয়ে প্রথম আলোই ভোরের পানপাত্রে
যেই তুমি বিদায় চুমু দিয়েছিলে আমায়,
সেই থেকে বিবর্ণ ছায়া তাড়া করে অন্তরীক্ষে!
জানো যূথিকা,
একটি ঘটনা শুধু মাত্র একটি সম্ভাবনা;
নচেৎ ডাহা মিথ্যা কিছু,
অথবা-আছে জীবনের গল্প, কিছু মেঘলা প্রতিচ্ছবি!
ধুলো মাখা শ্লেট, রং তুলি ক্যানভাস অস্পষ্ট চিত্র;
কুড়িয়ে পাওয়া কাঁকন খুঁজে নির্জীব হাত সঙ্গত!
প্রসঙ্গতই সে দিনটি ছিল ধূসর রঙের, যূথিকা!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
ধূসর রঙের দিন,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
জানো যূথিকা,
একটি ঘটনা শুধু মাত্র একটি সম্ভাবনা;
নচেৎ ডাহা মিথ্যা কিছু,
অথবা-আছে জীবনের গল্প, কিছু মেঘলা প্রতিচ্ছবি!
loading...