ধূসর নিনাদ

The

সুন্দর, তুমি চক্ষু ভরিয়া
এনেছ অশ্রুজল।
এনেছ আমার বক্ষ ধরিয়া
দুঃসহ হোমানল।

হৈমন্তিক হাওয়ায় অঘ্রায়ণের ধান ক্ষেতে আমার বৈরাগী মন দোলে। শরতের আকাশে শুভ্র মেঘের ভেলা, পারদ নামায়— রঙিলা মাঝি জীবন নদীতে উজান বায়। নির্মোহ আমি বিজনে বসে অহর্নিশ তোমার প্রহর গুনি!

আমার মৌন অবগাহনে আবৃত বিষণ্নতা। যার প্রতিটি পরতে পরতে অবসাদ, বেহুলার বিলাপ, দ্বিধাগ্রস্ত, বিভ্রান্ত প্রহর। নিকট তমসাকল্পে জরাজীর্ণ। জন সমুদ্রে মিশে ধূসর হয়েছি, বেঁচেছি তুমিহীন মর্মরে।

অবহেলার নিনাদ বুকে স্বপ্ন ছাড়া একদল পোকার মতোই পরিণত হই। তোমার বর্ধিষ্ণু বেলুল সভ্যতার অহমিকায় খোদ মহাজনের শয়ন শিয়রও কেঁপে ওঠে। মৃদুল পায়ের মৃত্তিকা— আটোসাঁটো যন্ত্রণা, ভীষণ ধুলো। কথা দিচ্ছি, তুমি ফিরলে- ধূলোর পাহাড়ের সম্রাজ্ঞী হবো।

—সবকিছুর সৌন্দর্য্য আছে কিন্তু সবাই তা দেখতে পায় না।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
ধূসর নিনাদ, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১১-১১-২০২২ | ২২:১২ |

    সুন্দর, তুমি চক্ষু ভরিয়া
    এনেছ অশ্রুজল।
    এনেছ তোমার বক্ষে ধরিয়া
    দুঃসহ হোমানল।

    দুঃখ যে তাই উজ্জ্বল হয়ে উঠে,
    মুগ্ধ প্রাণের আবেশবন্ধ টুটে,

    এ তাপে শ্বসিয়া উঠে বিকশিয়া
    বিচ্ছেদ শতদল।

    ___ রবীঠাকুরের অণুলিখনের মিশ্রণ আমার ভালো লেগেছে। অণু সঙ্গও চমৎকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...