এখানে এই জানালার ফাঁকে
হাজার বছরের বয়ে বেড়ানো সোনালী স্বপ্ন
অন্তরে অন্তরে উচ্চারিত হয়
সেই কয়েক মিলিয়ন বছরে পুরনো
চাঁদের রাতে, যখন জ্যোৎস্না দূরবর্তী
জগত থেকে নেমে এসে সেই একই
জানালার ফাঁক গলে এই ঘর
এই মন আলোকিত করে মহাজাগতিক এক
অনন্ত স্বপ্নের হাত ধরে হৃদয়ে সমীরণ তুলে।
প্রতীক্ষা; কোন এক সুপুরুষের
যে কিনা জগতের সকল পাপ মোচন করে
কথা দেবে আমায়, তুমি ছাড়া কেউ নেই কিছু নেই;
আমার এই অধমৃত আত্মায়
তার উজ্জ্বল বর্ণের হাসিতে প্রাণ ফিরিয়ে দেবে
তখন হয়তো আমার উজ্জ্বল পৃথিবী
নক্ষত্রের মতো জ্বলজ্বল করে
নেমে আসবে সেই মানুষ পটে যার জন্য আমার লক্ষাধিক বছরের প্রতীক্ষা
যার জন্য আমার থেমে যাবে অস্তিত্বের লড়াই
আর নিশ্চিন্তে পাড়ি দেবো পৃথিবীর এই মহা পথ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
প্রতীক্ষা,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
নেমে আসবে সেই মানুষ, পটে যার জন্য আমার লক্ষাধিক বছরের প্রতীক্ষা,
যার জন্য আমার থেমে যাবে অস্তিত্বের লড়াই;
আর নিশ্চিন্তে পাড়ি দেবো পৃথিবীর এই মহা পথ।
loading...
চমৎকার
কবিতার পঙক্তি জুড়ে মুগ্ধতা।
loading...