মাননীয় প্রধানমন্ত্রী! বেতনটা বাড়িয়ে দিন।
আমি একজন গার্মেন্টস কর্মী
কতই বেতন পাই!
পাঁচ ভাই বোনের সবার বড়, বাবা দিন মজুর
মাস শেষে বাড়িতে টাকা দিয়ে না খেয়ে কাটে দিন
মাননীয় প্রধানমন্ত্রী বেতনটা বাড়িয়ে দিন।
আমি একটি প্রাইভেট কোম্পানিতে স্বল্প মাইনের কর্মচারী
দুই সন্তানের স্কুল ফিস, হাজার দশেক ঘর ভাড়া, সাথে আছে বৃদ্ধ মায়ের ঔষধ খরচ, মাস শেষে অনেক টাকার ঋণ,
মাননীয় প্রধানমন্ত্রী! বেতনটা বাড়িয়ে দিন।
আমি দিনমজুর, নিত্য আয়ে নিত্য খাই
জল পানে সারাদিন রিক্সা চালাই আমি রিক্সাওয়ালা
বৌয়ের জন্য কাঁচের চুড়ি কেনার সাধ্য আমার নাই।
আন্তর্জাতিক বাজারে সবকিছুরই দাম চড়া
আপনার আর কি করা!
আমাদের বিষ দিয়ে দেন, আমরা বিষপানে মরে যাই।
বেঁচে থাকুক নেতা, এমপি- মন্ত্রী, আমলারা
তাদের আছে অঢেল টাকা-পয়সা, বিদেশও বাড়ি গাড়ি,
তারাই শুধু মানুষ, আমরাতো আপা কুলের বলদ স্বাদ-আহ্লাদের খুনী
এই দায়ে আমরা দোষী, আমাদের ফাঁসির মঞ্চে নিন,
মাননীয় প্রধানমন্ত্রী! আর কত সহ্য করবো!
কত বছর কত দিন?
এইবার সময় এসেছে
এমপি-মন্ত্রী, আমলা, নেতা-খ্যাতাদের চলার মত কিছু রেখে বাকি সব তাদের কেড়ে নিন।
loading...
loading...
এইবার সময় এসেছে
এমপি-মন্ত্রী, আমলা, নেতা-খ্যাতাদের চলার মত কিছু রেখে বাকি সব তাদের কেড়ে নিন।
loading...
এইবার সময় এসেছে …এমপি-মন্ত্রী, আমলা,
নেতা-খ্যাতাদের চলার মত কিছু রেখে বাকি সব তাদের কেড়ে নিন।
loading...