আমি জন্মেছি মা গরীব ঘরে!
পাইনি খাবার, পাইনি সুখ,
মাথা রেখে ঘুমাবার জায়গাটাও ছিলো অনেক বড় স্বপ্নের!
ইচ্ছে ছিলো হবো অনেক বড় মানুষ
তাকিয়ে দেখি এই সব বড়োলোকের হুশ!
পড়ার জন্য ছিলো না কাপড়
ছিলো না কোনো প্রসাধনী
নিজেকে আজ উপহাসের পাত্র বানিয়ে
হয়েছি মানবতার প্রতিধ্বনি!
ছিলো স্বপ্ন মানুষ হওয়ার
ইচ্ছে ছিলো অনেক
শিক্ষার আলো জ্বালাতে গিয়ে
পুড়ছি শিক্ষার শ্মশান তোলে!
শিক্ষার এত দাম মা, জানা ছিলো না আমার
আগে যদি জানতাম এমন শিক্ষা তোমার পেট থেকেই শিখে আসতাম মা!
আমি মা জন্মেছি গরীব ঘরে!
পড়ার স্বপ্ন ছিলো স্কুলে
বাস্তবতার তাগিতে পড়ছি আমি কলকারখানার চারদেয়ালে!
আমার কিছু নেই,আমি নিঃস্ব
তবুও বেঁচে আছি কারণ আত্মহত্যা নিষিদ্ধ,
মা কেউ আমায় আপন করে নি
কেউ আমায় দুবেলা ভাত দেয় নি
কেউ আমাকে জড়িয়ে ধরে আমার খবর নেই নি
আজ আমি কেনো গরীব ঘরে জন্মেছি মা
আমার কি দোষ ছিলো
গরীব ঘরে জন্ম নেওয়াই কি পাপ তবো,
বিধাতা আপনার কাছে অভিযোগ করার সামর্থ্য নেই আমার
তবুও আমি বলতে চাই তাদের আমার কোনো দোষ ছিলো না,
আমি জন্মেছি মা গরীব ঘরে
অন্ন বেঁচে খেয়েছি মোরা
অভিশাপের পদতলে..!
“ধন্যবাদ”
.
উদেশ্য: গরীব ঘরে জন্ম নেওয়া এক বালক যা কল্পনাচিত্তে অনেক বিড়ম্বনা তৈরি করে যার ফলে এই কবিতার জন্ম…!
loading...
loading...
বিধাতা আপনার কাছে অভিযোগ করার সামর্থ্য নেই আমার
তবুও আমি বলতে চাই তাদের আমার কোনো দোষ ছিলো না,
আমি জন্মেছি মা গরীব ঘরে …
বরাবরের মতো সুন্দর কবিতা উপহার দিয়েছেন। প্রত্যাশা থাকবে নিজের পোস্টে মন্তব্যের উত্তরের পাশাপাশি আপনার সহ-ব্লগারের পোস্টেও আপনার উৎসাহ থাকবে। ধন্যবাদ।
loading...
ধন্যবাদ,আমি অবশ্যই চেষ্টা করবো আপনার বলা কথা রাখতে!
loading...
শুভেচ্ছা এবং শুভ সকাল প্রিয় কবি।
loading...
বেশ ভাবনাময়
loading...
ধন্যবাদ আপনাকে!
loading...