আমি উন্মাদ কবি
আমি তো অবক্ষয়তার প্রাণী,
আমি তো অপ্রাণ,
আমি কর্তৃত্বের ভারে
বেঁচে থাকা সরলতার অভিমান!
মানবিক দৃষ্টি কোনে চেয়ে দেখো তুমি
উন্মাদের সৃষ্টি তে আমি এক অভিশপ্ত প্রাণী,
আমি তো উন্মাদ কবি
আমি তো ক্ষিপ্ত এক রাহাজানি!
আমি তো হতে চাই নি উন্মাদ কবি
আমি চেয়েছি হতে সরলতার প্রতিধ্বনি,
কে বানিয়েছে যে আমায় ক্ষিপ্ত
তা কি জানতে চেয়েছো কেউ,
নাকি কবিতা শুনেই বলে দিচ্ছ
এতো উন্মাদ কবি, এতো ক্ষিপ্ত কবি!
সমাজের নরপশুদের জন্যই,
তাদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার জন্যই
হয়েছি আমি উন্মাদ কবি, হয়েছি আমি ক্ষিপ্ত কবি!
কেউ প্রতিবাদ করছে ময়দানে
আমি আজ উন্মাদ হয়ে করছি প্রতিবাদ
কবিতার আলোকে,
ওহে সমাজের প্রকাশ্যে শত্রু
তোমরা কি শুনছো আজ আমার কবিতা
নাকি উন্মাদের ক্ষিপ্ততায় লুকিয়েছো একা!
কে আছো চলে এসো
আমাকে দাবিয়ে সমাজের উলঙ্গ খেলায় অংশ গ্রহণ করো,
এখনি সময় যদি দাবাতে না পারো আমায়
উন্মাদের কবিতায় তুমি হারিয়ে যাবে এবার,!
তোমাদের চোখে যে আজ ভয়ের ছাপ,
তা তো আমি লক্ষ করছি
এতো আমার উন্মাদ কবি হওয়ার প্রথম ধাপ!
এতো সবে শুরু আমি তো পুরো দমে হয়েছি উন্মাদের গুরু,!
দোষ তো তোমাদের নিজের দোষে
আজ আমায় যে উন্মাদ কবি বানিয়ে দিলে,
সময় তো এখনি পরিবর্তনের
যদি পরিবর্তন না আনতে পারো
তবে কাল তোমার সন্তানদের কি শিখাবে,
আজ আমি, কাল তুমি
এভাবে পরিবর্তন না হলে
প্রতিনিয়ত উন্মাদ কবির সৃষ্টি হবে!
আজ আমি লিখছি প্রতিবাদের প্রতিধ্বনি
কাল আরেকজন লিখবে,
আজ না হলে কাল তো হবে পরিবর্তন,
সুযোগ এখনি,
আমি করেছি শুরু,!
তোমরা করবে শেষ,!
..ধন্যবাদ..
loading...
loading...
সমাজের নরপশুদের জন্যই,
তাদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার জন্যই
হয়েছি আমি উন্মাদ কবি, হয়েছি আমি ক্ষিপ্ত কবি!
loading...
loading...
হোক প্রতিবাদ । গড়ে উঠুক সুন্দর সমাজ
loading...
পরিবর্তন হবেই শুধু জেগে উঠার অপেক্ষা!
loading...