দাসত্ব করছো কার
নিজের নাকি অন্যের,
বেঁচে আছো নামে,
দাসের জীবন রেখে,
হয়তোবা মরবে এখনি,
দাসত্বের জীবন ছেড়ে
আজ বেঁচে থাকা দায়,
এই জীবন রেখে কি লাভ
যদি দাস হয়ে বাঁচো,
ভয় করছো কিসে
দাস থেকে দাসত্বে,
তুমি নিজের পরিচয় বানাছো!
দোষ তো আমাদের না
দোষ তো ওই পূর্বপুরুষের,
যারা নিজের খেয়ে
অন্যের গোলামী করেছে
যুগের পর যুগে,
এরা কারা আমাদের
পূর্বপুরুষ নাকি
দাসত্বের অনুরূপ,
স্বাধীন হওয়ার পর
কেনো আমারা পরাধীন,
দোষ তো আমাদের,
নিজের খেয়ে অন্যের
গোলামী তো আমাদের
রক্তে বয়ে বেড়ায়,
যদি হতো সামর্থ্য
কবে মুছে ফেলতাম
তাদের অস্তিত্ব,
সময় তো এখনি
নিজের অস্তিত্বের জানান দিতে,
আমরাই তো নতুন দিগন্ত
দাসত্বের কাছে হেরে
যাবার চেয়ে তো আজ
মরে যাওয়া ভালো,
ওরা কারা যারা জাগ্রত
থেকেও আজ দাসে পরিণত,
আমি তো অভাগী
আমি তো রক্তে চোষা প্রাণী
আমি তো দাস
আমি দাসত্বের পরিণতি,
জেগে উঠো, এখনি তো সময়
আজ না হলে পরিবর্তন
ভবিষ্যৎ হবে দাসত্বের বাঁধন,
হে জাগ্রত সমাজ
তোমরা থেকো না আর নীরব
জীবন তো একটা রণক্ষেত্র
হয় মরণ,নয় জীবন।।
loading...
loading...
যথেষ্ঠ প্রত্যয়ী মনোভাবের কবিতা। ভালো লিখেছেন কবি আকাশ।
শব্দনীড়ে আপনাকে স্বাগতম।
loading...
ধন্যবাদ আপনাকে❤️
loading...