প্রখর রোদের দাপট গেলেই সিক্ত হয় এ আঁখি,
সেই যে তুমি চলে গেলে পত্র লিখে রাখি –
’যতোই ভাবো মোহের কাছে গেলাম আমি হেরে
আসবো কোন আষাঢ় মাসে হয়ে শালিক পাখি!’
কদম কেয়া উঠলে জেগে রয় কি আজও হেলা!
অবাক চোখে চেয়ে দেখি কিশোর মেঘের ভেলা।
হিমেল বাতাস ক্ষণিক এসে অঙ্গ দিলেই ছুঁয়ে,
বুঝি এখন করবে ওরা বৃষ্টি নিয়ে খেলা।
ব্যাকুল আশা দৌড়ে বেড়ায় বাদল ধারার তালে,
এগাছ থেকে ওইগাছে যায় ব্যস্ত ডালে ডালে।
আবার ভাবি থাকতে পারো হতাশ বসে একা,
দিশ হারিয়ে চুপটি কোন নিঝুম খড়ের চালে।
ভাবনা স্মৃতি রোজ তো পড়ে কালের চাকায় খসি,
আষাঢ় এলেই ভাব তবু যায় হরেক আশা চষি।
এমনি ভাবেই চলেছে সময় যায় কখনো থেমে,
ডাক যদি দেয় একটা শালিক হোক আড়ালে বসি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
আষাঢ়ে খুঁজি শালিক,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
খুব সুন্দর অনুভূতির প্রকাশ
loading...
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
loading...
’যতোই ভাবো মোহের কাছে গেলাম আমি হেরে
আসবো কোন আষাঢ় মাসে হয়ে শালিক পাখি!’
loading...
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
loading...
চমৎকার কদম ফুলের শুভেচ্ছা রইল কবি দা
loading...
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
loading...