মা, কোথায় আছে বাবা?
সেই যে কবে মাথায় হাত রেখে বলেছিল
ভাল থাকিস বাপ, মাকে কাঁদাস নে।
আমি কি একবারও তোমাকে কাঁদিয়েছি? বল মা।
তুমিইতো দেখি গোপনে কাঁদ;
আমাকে দেখে লুকানোর চেষ্টা কর,
আমার কি দোষ বল?
কত দিন হলো বাবা নেই, ঘরটা খালি,
এখনও আসে না কেন?
আমাদের ছেড়েতো কখনও কোথাও যায় না,
এত দিন দূরে থাকে না।
তুমি বল বাবা উপরে চলে গেছে,
তাঁরার দেশে, দূর-বহুদুরে;
আমি দেখলাম সবাই নিয়ে ঘুম পাড়িয়েছে;
পাশের জঙ্গলে।
দিনে কত বার খবর নিতো,
বলতো, এটা করিসনে, ওটা ধরিস নে
ওখানে যাসনে, আজ তো কেউ বলে না।
আব্বু চলে যাওয়ার পর
কেউ আর আগের মত ডাকে না,
আদর করে না, কেন মা?
এই যে আবার তুমি কেঁদে উঠলে!
আর বলব না মা, আর বলব না,
তোমার মনে দুঃখ দিব না।
@’গহীনে শব্দ’ কাব্যগ্রন্থ থেকে নেয়া@
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
বাবার শূন্যস্থান মর্মে বাজে,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সত্য, সতত ,সুন্দর প্রকাশ।
loading...
Thank u sir.
loading...
বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা ভাল থাকবেন——
loading...
Thank u sir.
loading...
দিনে কত বার খবর নিতো,
বলতো, এটা করিসনে, ওটা ধরিস নে
ওখানে যাসনে, আজ তো কেউ বলে না।
loading...
সিক্ত হলাম!
বাবাহীন দুনিয়াটা বড়ই কঠিন!
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
loading...