আঙুলের টিপে মেরে ফেলি তারে
ভেবেছিলাম সে বুঝি দেবী
সমস্ত আরাধনা তাঁরই প্রাপ্য
অথচ শূন্য হতে হতে এখন আমি নাই হয়ে গেছি।
কোন কোন ভবিষ্যৎ ডুবে থাকে তরল নীরবতার মাঝে
যা হয়েছে গত আমরা তাকে ধরে নিই ঈশ্বর
হিসেবের খাতায় কলম চালিয়ে হই মহাজ্ঞানী
যতটুকু আয়োজন তার সবটুকু সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে নয়
মদটুকু ঘোলা করে শূন্য গেলাস ঠোঁটে ধরে পান করি পৃথিবীর সুগন্ধ।
জ্বর উঠুক হাওয়ার কম্পাসে
উষ্ণ আলিঙ্গনে ডুবে থাক দুনিয়ার তামাম মানুষ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
মানুষ ভালো থাকুক উষ্ণ আলিঙ্গনে,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আলিঙ্গনেই ত ডুবে আছে সব মাটি
কেউ একবার স্পর্শে কেউ বা হাজার স্পর্শে কবি দা ভাল থাকবেন
loading...
লেখাটি অনেক ভালো লাগছে।
loading...
অসাধারণ লিখেছেন আপনি।
মুগ্ধতা রেখে গেলাম পাঠে।
loading...
কোন কোন ভবিষ্যৎ ডুবে থাকে তরল নীরবতার মাঝে
যা হয়েছে গত আমরা তাকে ধরে নিই ঈশ্বর …
loading...