আমার সাথে বন্ধুত্ব করো না,
আমি প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করছি।
এবং আমি মানুষকে দূরে ঠেলে দিই,
এমনকি তাঁর জন্য আমি দুঃখিত না।
তুমি যা ভাবছ আমি সে নই,
আমি ঠান্ডা, অন্ধকার, এবং দূরের বরফে ঢাকা চকচকে অসীম পাহাড়
হয়তো আমার বোঝা তুমি টানতে পারবে না বলে বদলে ফেলবে পৃথিবীর সকল সৌন্দর্য।
জানি তুমি আমার এই সামান্য কথা বুঝবে না।
তাই ধীরে ধীরে নিজেকে আড়াল করছি
আমি শুধু নিজের মনের সাথে যুদ্ধ করছি।
অন্যের প্রতি আমার কোনো আক্ষেপ নেই দুর্বলতা নেই আকৃষ্টতা নেই
আমি তোমাকে সতর্ক করছি,
আমার সাথে বন্ধুত্ব করবে না।
আমি যখনই কোথাও সামান্য স্থায়িত্ব গ্রহণ করি
সেই সীমা কখন অতিক্রম করবে তা স্থির করে আমার মন। এমনও হতে পারে আমি তখনই চলে যাই।
আমি আমার নিজের সমস্যার সম্মুখীন হই না,
আমি শুধু অদৃশ্য হয়ে পালিয়ে যাই।
আমার চোখের পলক ফেলার আগে তোমার দৃষ্টির বাইরে
আমি মেয়ে নই, কিংবা কোনো সংকটাপন্ন হৃদয় না
আমার তোমার সাহায্যের দরকার নেই।
দরকার নেই অতীব আবেগের যেখানে রক্ষার চেয়ে বিনাশের প্রভাব বেশি।
আমি ঘুমাচ্ছি না প্রিয় বন্ধু আমার,
আমার তোমার ঐন্দ্রজালিক চুম্বনের দরকার নেই।
আমি রাজকন্যা নই,
আমার প্রিন্স লাগবে না।
আমি ভিখারি নই,
আমি নিজের পায়ে দাঁড়াতে পারি।
আমার সেই সময় ফুরিয়ে যায়নি
যখন আমি দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে বলব
এই যে দেখো আমি সেই,
সেই আমি আজ তোমাদের মাঝে।
কিন্তু একটা জিনিস আমার ভয় লাগে,
কারো মন ভেঙ্গে যেতে ভয় পাই।
কারণ আমি জানি অনুভূতি কি,
বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রনা আমার হৃদয়েও রয়েছে আমিও হৃদয় ভাঙতে পারি গড়তে পারি
জানার মধ্যে অজানা কি সেটা জানিনা।
loading...
loading...
আমি জানি অনুভূতি কি, বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রনা আমার হৃদয়েও রয়েছে আমিও হৃদয় ভাঙতে পারি গড়তে পারি …
জানার মধ্যে অজানা কি সেটা জানিনা।
loading...
চমৎকার এক অনুভূতির ছুঁয়া অনেক শুভ কামনা রইল কবি আপু
loading...