তুমি বলেছিলে আমাকে তুমি ভালোবাসো,
আমি আনন্দে আত্মহারা হয়ে তোমার কাছে নিজেকে সমর্পণ করেছিলাম।
আমার যাকিছু ছিলো, যত স্বপ্ন, যত ইচ্ছে-আকাঙ্ক্ষা, যত চাওয়া,
এসবের কোন কিছুই আমার নিজের করে রাখতে পারিনি আর,
কেবল তোমার নামে লিখে দিয়েছিলাম এভাবে আমার যাকিছু আদ্যোপান্ত সব।
.
তুমি বলেছিলো আমার হাতে হাত রেখে একসাথে পাড়ি দেবে বার্ধক্যের দিনগুলো,
আমি আমার সব পিছুটান ছুঁড়ে ফেলে তখনই তোমার সম্মুখে এসে দাঁড়িয়েছিলাম।
আর তোমার নির্মল স্পর্শের অপেক্ষায় সমস্ত জীবনটা বিলিয়ে দেবার নেশায় উন্মাতাল হয়েছিলাম,
আমার প্রিয় বৈশাখ, পৌষ, বর্ষার রাত সবটা ভুলে গিয়েছিলাম,
কেবল তোমার কোলে জীবনের শেষ নিশ্বাস ফেলবার সময়টুকু উপভোগ করবো বলে।
.
তারপর তুমি বহুদিন আমাকে অবহেলার বারুদে পুড়েছো বারবার, অকারণে যখনতখন,
আমার কান্নার শব্দে তুমি মৌন হাসি হেসেছো আমাকে উপহাস করার আত্মতৃপ্তিতে।
তারপর অন্যকারো গভীর রাতে মেতে উঠেছো উত্তাল মিছিলের মতো আড্ডায়, দারুণ আবেগী কথায়,
অথচ আমি প্রথম বিশ্বাস পুঁজি করে সারারাত ধরে জেগে থেকেছি একবার নাম ধরে ডাকবে বলে।
সেই দীর্ঘ অপেক্ষায় প্রতিটা মুহূর্ত তোমাকেই চেয়েছি আমি ‘ফিরে এসো অনেকতো হলো’,
অথচ অন্ধকার আমাকে উপহাস করে জানিয়ে দিয়েছে আড্ডা শেষে ক্লান্ত তুমি ঘুমের দেশে স্বপ্নে বিভোর।।
.
১০/০৭/২০২১

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. মাসুদুর রহমান (শাওন) : ২৪-০৩-২০২২ | ১৭:৩৭ |

    কবিতাটির আবৃত্তি শুনতে পারেন এই লিংক থেকে:

    https://youtu.be/1XBbGV6OMy0

     

    GD Star Rating
    loading...
    • মুরুব্বী : ২৪-০৩-২০২২ | ২০:২২ |

      কবিতার শিরোনাম আসেনি। প্লিজ এড করুন। ধন্যবাদ। Smile

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ২৪-০৩-২০২২ | ২০:২৩ |

     

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ২৫-০৩-২০২২ | ৫:৩৩ |

    অসাধারণ উপস্থাপন

    GD Star Rating
    loading...