দেবী… ০২

27615

তুমি সন্ধ্য্যারও মেঘ মালা
তুমি আমারও সাধেরও সাধনা।
মম অসীমও গগনও বিহারী
আমি আপনও মনেরও মাধুরী মিশায়ে –
তোমারে করেছি রচনা।
তুমি আমারী তুমি আমারী!!

অপেক্ষাতেই নাকি প্রেমের সম্পর্ক বেশী গাঢ় হয়। সে প্রেম শাশ্বত, দেহজ কামনা বাসনার বাইরে, শুধু শারীরিক প্রেম নয়। যা ব্যক্তিমানুষের শারীরিক বার্ধক্যের সঙ্গে সঙ্গে ব্যক্তি মনে হাহাকার আর আত্ম সাধনার জন্মই দেয়। নশ্বর বিশ্ব চরাচরে শরীরের মত প্রেমেও ক্ষয় আছে এবং সে ক্ষয় কালক্রমে অনুতাপ ও পাপবোধের জন্ম দেয়। যেটা কারো কাম্য নয়। প্রতিটি অপেক্ষমান বিরহী আত্মা প্রেমকে দেখে নারীর সহমর্মিতা, সমবেদনা, পুরুষের আত্মনিবেদনের ভেতর দিয়ে। আমিও সেটার বাইরের কেউ নই। বরং যাপিত জীবনের যে সুবর্ণ সঞ্চয়, সেখানে যে বাঁক ও তার ঢেউ তাকে আমার জীবনের এক ক্রান্তিলগ্নে এসে উপলব্ধি করতে অনুপ্রাণিত হই যে, সময় এবং যৌবন আসলে মানবজীবনের এক পরাক্রমী ক্ষয়িষ্ণু অধ্যায়ের নাম। যেখানে তার অযত্ন ও অবহেলা সেখানে তার রুদ্রমূর্তি। যেখানে তার সযত্ন আসন পাতা সেখানে সে প্রাণবন্ত ও সৌন্দর্য্যের স্মারক। আসলে কোন বস্তু মানুষের কাছাকাছি থাকলে তার প্রয়োজনটা বুঝা যায় না। সে যখন দূরে থাকে তখন তার প্রয়োজনটা অতি জরুরী হয়ে পড়ে। নিত্য কাজের ভীড়ে সমাজ সংসার ও মানুষ গড়ার দায়িত্ব ও কর্তব্যের অবসরে আমার ভাবনাও তোমাকে তাড়িত করে। তাইতো আমার জীবনে-

প্রেম, প্রাপ্তি আর বিরহের চিরন্তন রূপ তুমি
তোমার প্রেমে মাতোয়ারা আমার এ আমূল বদলে যাওয়া।
তোমার অকৃত্রিম প্রেমমোহে আমার দুঃসাহসিক অভিযাত্রা।
তোমার অপরূপ রূপলাবণ্যে অভিভূত আমি।
তাইতো তোমার প্রেমে নেশাতুর আমার হিয়া;
তোমার অদৃশ্য মোহনীয় সুতোয় জড়িয়ে-
তোমার আত্মায় আছি আমি।
তোমার হৃদয়ের কুসুম সরোবরে;
নিত্য মোর আসা যাওয়া।
তাইতো তোমার প্রেম,
নিতান্ত মানবিক অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ।
তাই তুমি পার্থিব নও, দৈবিক।

———
১৯/০৩/২০২২
পলাশ
দোহা, কাতার।।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
দেবী… ০২, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-০৩-২০২২ | ২৩:১৫ |

    অসম্ভব সুন্দর বিশ্লেষণ এবং নিজ মনো-কথার অসামান্য সম্মিলন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...