কবিতার নাম যুদ্ধ

ন্যাটো,
প্রিয় ভবিষ্যৎ পৃথিবীর পথিকৃৎ,
তুমি এখন কোথায় আছো?
কেমন আছো?
এবার শীতে, শীতের কাপড় আছে কি?
পথিকৃৎ,
আমাদের আকাশ মেঘের ধুয়াশায় ঢেকে রেখেছে
আমায়।

মেঘ ভেদ করে বৃষ্টি নয় ঝরছে মৃত্যুর বাণ,
অজানা আতংকে কাঁপছে শহর, নগর বন্দর গ্রাম,
দলে দলে মানুষ ছাড়ছে তার প্রিয় ঘর, বাড়ি,
প্রিয় আসবাব, ড্রেসিং টেবিল, আয়না আর মায়া,
প্রিয়তম স্বামী, পুত্র পরিজন।
ঠান্ডা হিমের রাত, নেই লুকানোর গরম কাপড়,
ফায়ার প্যালেস কঠিন বরফের স্তুপের আকড়।
বন্যপ্রাণীরা পালাচ্ছে দিক বিদিক, শাসরুদ্ধ বাতাস,
পাখিরা নিয়ন্ত্রণহীন উড়ছে,
উড়ে যাচ্ছে ছেড়ে শহর।

তোমরা কি আমায় দুটো ডানা দেবে ডানা?
আমিও পাখিদের মতোই দিব এক উজাড় উড়াল।
ন্যাটো,
ভয় পেয়ও না, প্রিয় ভবিষ্যৎ পৃথিবীর পথিকৃৎ।
আমরা আছি তোমাদের খুব কাছাকাছি,
প্রচ্ছন্ন ছায়ার মতো,
আমাদের ব্যস্ততার মাঝেও আমরা
জল্পনা কল্পনা স্বপ্নের সিড়ি দিয়ে আপন গতিতে
উঠছি নামছি,
বয়কটের দিয়েছি ডাক।

পথিকৃৎ,
তাতে থামছে কি সাইরেন?
থামছে কি মৃত্যুর দহন?
থামছে কি মায়ের হৃদয়ের ধুকপুক?
থামছে কি আমার অশ্রু জল?
থামছে কি দানবীয় আক্রোশ,?
গলছে কি তোমাদের বরফের স্তুপের লুকায়িত মানবতা?

বড্ড স্বাদ ছিলো,
লাল ঝুঁটিওয়ালা কাকাতুয়াটি
নিয়ে নিব সঙ্গে,
প্রিয় পাখিটি,
আমার জন্ম থেকেই বন্দী,
ছটফট করে আগুনে পুড়বে, নয়তো পাথর চাপায় মরবে।

তোমাদের কি?
টাইম টু টাইম খাচ্ছো,
টাইম টু টাইম বিছানায়,
রমণীয় রমণ শেষে ক্লান্তিতে ঘুম।
ফ্রেশ সকালে কফির মগে চুমক দিতে দিতে,
টিভির নিউজে চোখ,
গাড়িতে এয়ারকুলার কিংম্বা হিটারে হিট,
লাউড স্পিকারে মিউজিক শুনতে শুনতে আফিস,
মিটিং, জল্পনা কল্পনা বয়কট,ব্যস্ততায় কাটে সময়,
স্বপ্নের সিড়ি দিয়ে উঠা নামা, ফের বাড়ি ফেরা,
তোমাদের দেশে সব আজব নিয়ম, দলিল দস্তাবেজ,
আমরা এখানে ক্ষণে ক্ষণে মরি, ক্ষণে ক্ষণে বাঁচি,
আর কত জন শামিল হবে মৃত্যুর মিছিলে, আজ।

.
০৩/০৯/২২ রায়হান

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
কবিতার নাম যুদ্ধ, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০৩-২০২২ | ৮:০২ |

    তোমাদের দেশে সব আজব নিয়ম, দলিল দস্তাবেজ,
    আমরা এখানে ক্ষণে ক্ষণে মরি, ক্ষণে ক্ষণে বাঁচি,
    আর কত জন শামিল হবে মৃত্যুর মিছিলে, আজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...