ঠিক একদিন চলে যাব
সব সুখ ভালোবাসা, আর
দুঃখ কষ্টকে সাথী করে।
চলে যাব বসন্তের বাতাসে মত
চলে যাব গোধূলি রক্তিম আলো অঙ্গে মেখে।
অবক্ষয়ে সুর বুকে নিয়ে চলে যাব যে দিন
তোমার অমলিন লাজুক হাতের ইশারা,
বাঁকা চোখের শাসন আমাকে ফিরাতে পারবে না।
আমাকে নিয়ে যাবে কোন রোদ্রউজ্জল দিন,
আমাকে সঙ্গ দেবে দীর্ঘ গাঢ়তম শ্যমল রাত।
ঠিক চলে যাব একদিন
শানবাঁধানো পুকুর ঘাটকে পিছে ফেলে,
তপ্ত দিনের ঝিঁঝিঁ ডাকা দুপুরের মাঝ বরাবর;
বাঁশের সাঁকোটির দিকে ফিরেও তাকাবোনা।
অতলান্ত সুখের ঘুমে তোমার পাশ ফিরে শুয়ে থাকা মুখটি
আমাকে আর ফেরাতে পারবে না বাসনার রাজ্যে।
মেঠো পথের মোরে, চায়ের টোং ঘরটি
পিছে ফেলে চলে যাব,
পাখিদের ডানার শব্দ সাথে নিয়ে
ঠিক চলে যাব বেহুলার ভাসান পালা হয়ে।
খুব সকালে শিশির ভেজা ঘাসে খালি পা’য়ে হেঁটে চলে যাব,
গাঁদাফুলের মাতাল করা সুবাস পড়ে রবে তোমার অঙ্গনে,
আমি বেমালুম ভুলে যাবো প্রাগৈতিহাসিক কোন প্রেম কিংবা
অধিক ভালোবাসায় হারানো রাজ্যের কষ্টবোধ।
এক দিন চলে যাব
এক দিন ঠিক চলে যাব
ঠিকই একদিন চলে যাব।
সমস্ত রকম ভালোবাসার সূতোর টান ছিন্ন করে
সমস্ত প্রকার যন্ত্রণার বোঝা বুকে নিয়ে
সমস্ত কিছুর অবলম্বন অবলীলায় ভেঙে দিয়ে
চলে যাব দূর থেকে আরো দূরে
হাজারো আলোক বর্ষ ব্যবধানে,
ঠিক চলে যাব
ঠিকই চলে যাব
একদিন, একা।
loading...
loading...
আমি বেমালুম ভুলে যাবো প্রাগৈতিহাসিক কোন প্রেম কিংবা
অধিক ভালোবাসায় হারানো রাজ্যের কষ্টবোধ।
এক দিন চলে যাব
এক দিন ঠিক চলে যাব … ঠিকই একদিন চলে যাব।
loading...