জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাতাসে ওড়ায় স্বর
উত্তাল মার্চ উত্তেজনায় মাটি কাঁপে থর থর!
কানায় কানায় রেসকোর্স মাঠ জনতা স্বাধীনচেতা
তার মাঝে এসে আসন নিলেন জননন্দিত নেতা।
লক্ষ চোখের তারায় তারায় কী যেন কী কথা কয়
স্বাধীনতার ঘোষণা পেলেই কেটে যাবে সংশয়।
মুক্তি পাগল জনতা জানায় সাদর সম্ভাষণ
অধীর চিত্ত শুনবে কখন কাঙ্খিত সেই ভাষণ!
বজ্রকণ্ঠে জানান দিলেন জাতির শ্রেষ্ঠ বীর
ভায়েরা আমার….হাত তুললেন চির উন্নত শীর।
উদাত্ত সেই ঘোষণায় ছিল জনতার মহামুক্তি
‘এবারের সংগ্রাম–স্বাধীনতার সংগ্রাম’ অকপট স্বীকারোক্তি।
নেতার হুকুম ‘প্রতি ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো’
যার যা আছে তাই নিয়েই লৌহ কপাট খুলো!
সময়মতো হুকুম যদি নাও দিবার পারি
বন্ধ করবে সব যোগাযোগ জন্মের মতো আড়ি!
প্রধানমন্ত্রী চাই না হতে–অধিকার শুধু চাই
সেনাবাহিনী ব্যারাকে থাকো! তোমরা আমার ভাই!
মহাকাব্যিক মোহনীয় সুর শুনি নি তো কেউ আগে
প্রতিটি বাক্যে ছত্রে ছত্রে চেতনার ছোঁয়া লাগে।
ভাষণ তো নয়, ঘাড়ের ওপর ভূত ভাগানোর মন্ত্র
বজ্রকণ্ঠে কেঁপে ওঠে তাই পাকের স্বৈরতন্ত্র।
আজো শুনি সেই জয় বাংলা! বঙ্গবন্ধুর জয়
প্রাণ জাগানিয়া সেই সুর আজ বিশ্বের বিস্ময়!
loading...
loading...
আজো শুনি সেই জয় বাংলা! বঙ্গবন্ধুর জয়
প্রাণ জাগানিয়া সেই সুর আজ বিশ্বের বিস্ময়!
loading...