অদৃশ্য অনুভবে ...

275179

“প্রেম প্রেয়সী খুব রূপসী দিলে তালা মনের ঘরে
কেমন করে খুব আঁধারে
মনের ঘরে এই আমারে
রূপ সুহাসী প্রেম পিয়াসী নিলে তুমি আপন করে।”
প্রেম প্রকৃতির মাঝে আত্মভাবের বিস্তার এবং একই সাথে প্রকৃতির উপাদান সান্নিধ্যে অন্তর ভাবনার এক রোমান্টিক উন্মোচন এক যুগের পথ চলা।

রাতের গভীরতায় নিদ্রাহীন দু’চোখ চেয়ে থাকে দূর দিগন্তের দিকে-
দৃষ্টিভ্রম ধ্যান ভাবনার অথৈই কালো আঁধারের গহীনে তলিয়ে যায়।
আমার এই এলোমেলো বেখেয়ালী মন সত্য মিথ্যার বেড়াজালে –
হৃদয়কে ক্ষত-বিক্ষত করে বিষাদে কাটিয়ে দিয়েছি।

অজস্র বেদনার রঙিন খামের ভেতরে বন্দী করে রেখেছি যন্ত্রণা;
এক পেয়ালা বিষ আর বিষাদের আগুনে জ্বলন্ত অক্ষর আকৃতির বাঁকানো চাঁদের জোছনা ধোঁয়ায় হারিয়ে ফেলি নিজের অস্তিত্বটাকে।
আপন মনে ভোরের রবি উঠে যখন নদীর অপর পাড়ে- একাকি প্রাণে বিষাদ তখন কেবল আরো বেড়ে উঠে বুকের ভেতর!
আর কতোটা রক্তাক্ত প্রান্তর পাড়ি দিবো আর কতো অশ্রু জড়াবো নয়নের জলে।
মিথ্যা অনুভূতি দিয়ে আর কতো কাঁদাবে নোনাজলে!
চোখের কার্নিশে, পাঁজর ভাঙ্গা বুকে ব্যথার অগ্নির সাথে ?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
অদৃশ্য অনুভবে ..., 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৭-০৩-২০২২ | ৯:৫১ |

    কতোটা রক্তাক্ত প্রান্তর পাড়ি দিবো আর কতো অশ্রু জড়াবো নয়নের জলে।
    মিথ্যা অনুভূতি দিয়ে আর কতো কাঁদাবে নোনাজলে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...