— সোনালি
আজ তপ্ত আগুন দুপুর খুলবো খরা জৈষ্ঠে তোমার বুকে
ইচ্ছেরা বাঁধা দেবে
তুমিহীন পৃথিবী এক কষ্ট সমুদ্রে ডুবে আছে,
তোমার মনের পর্দায় বাসনার নীল রং
ছড়াবো অনুরাগে
জল রঙে আঁকবো ছবি মেঘের গায়ে
অবাক কবি — তোমারই ছবি
হিমেল হাওয়ায় জড়িয়ে থাকবে
সবুজ ঘাসে মেঠো অনুভূতি ;
থোকা থোকা ঘাস ফুলের ফাঁকে মোহনীয় ভোর
নিঃশব্দ শিশির ঠোঁটে ডুব সাঁতার খেলবে
ভালোলাগা প্রহর শ্রাবণ মেঘ ছুঁয়ে আছে,
এলোমেলো বাতাসে
কবিতার আবাসে..
বহুদিন পর আবার ——–
এক অন্য রকম কবিতার বিকেল নিয়ে এসেছি
তোমার শিশির ভেজা কোমল ঠোঁটে,
স্বপ্নরা পুড়বে লেবু ফুলে
কামিনী ফুলে,
থোকা থোকা হাসনাহেনার মোহনীয় সুঘ্রাণে বসন্ত রাত পুড়ে যাবে
খরা চৈত্রের আগুন দুপুর ও ঝলসে যাবে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
ফেরা,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এক অন্য রকম কবিতার বিকেল নিয়ে এসেছি
তোমার শিশির ভেজা কোমল ঠোঁটে। ___ চমৎকার।
loading...
জাস্ট মনোমুগ্ধকর রচনা
loading...