শুধু তুমি বলছ না আর একটি কথাও
বৈশাখের মাতাল বিকেলে কৃষ্ণচূড়ার তলায় বসে,
দু’হাতের দশ নখে অকারণে দূর্বাঘাস ছিঁড়ছো —
জানতো ঘাস ও ব্যথা পায় মনে!
বিশ কোটি বছর আমি এক গ্লাস রাত খেয়ে বেঁচে আছি
কবিতার খুব কাছাকাছি থেকেছি
খুব বুঝেছি কবিতা ছাড়া আমার একটা দিনও চলবে না ;
আমি একটা উপন্যাসে প্রেমের গল্প জন্ম দিয়েছিলাম
এ সেই নায়কের কথা।
কি জানি কিসের টানে উপন্যাসের নায়ক নায়িকাকে ছেড়ে চলে গেল
একদিন ভর দুপুরে নীল ডায়েরিতে নিঃশব্দে
সুইসাইড নোট লিখে নায়িকা আত্মহত্যা করল —
তার দুই বছর পর নায়ক ঠিকই নায়িকার খোঁজে ফিরে এসেছিল
কিন্তু ততদিনে সব শেষ;
কি হত ? ক’দিন অপেক্ষা করলে ?
এখন এখানে পড়ে আছে শকুনের বিষাক্ত দৃষ্টি –
পড়ে আছে ঘোর অন্ধকার রাত্রি :
সন্ধ্যার বাতাসে তোমার হৃদয় পোড়া বিরহ গন্ধ
তুমি এখন নেই পৃথিবীতে ইয়ানা
হাই ইয়ানা ! তুমি কেন চলে গেলে?
আজ বলো তুমি নীল আকাশের কোন শুকতারা টা ?
আজ তুমি হীন পৃথিবী
বর্ণময় রঙিন বিষাদে ঢেকেছে
বেদনার রঙ দিয়ে আমি উপন্যাসের পরি সমাপ্তি টেনেছি।
নিষ্ঠুর নিয়তি সম্মুখে এসে দাঁড়িয়েছে
এছাড়া আমার আর কিইবা করার ছিল
গভীর রাত্রির মতো আমার দু’চোখে স্তব্ধতা এক পৃথিবী জুড়ে
তোমার না থাকা শূন্যতা হাহাকার করে ফিরছে।
তারিখ 23.01.2022
loading...
loading...
সন্ধ্যার বাতাসে তোমার হৃদয় পোড়া বিরহ গন্ধ
তুমি এখন নেই পৃথিবীতে ইয়ানা
হাই ইয়ানা ! তুমি কেন চলে গেলে?
আজ বলো তুমি নীল আকাশের কোন শুকতারা টা ?
loading...
বেশ আবেগময় এক অনুভূতির ছোয়া কবি আপু
loading...
অপূর্ব উপস্থাপন।
loading...