তোমার জন্য পৃথিবী সুন্দর

272629

শুধু তুমি বলছ না আর একটি কথাও
বৈশাখের মাতাল বিকেলে কৃষ্ণচূড়ার তলায় বসে,
দু’হাতের দশ নখে অকারণে দূর্বাঘাস ছিঁড়ছো —
জানতো ঘাস ও ব্যথা পায় মনে!

বিশ কোটি বছর আমি এক গ্লাস রাত খেয়ে বেঁচে আছি
কবিতার খুব কাছাকাছি থেকেছি
খুব বুঝেছি কবিতা ছাড়া আমার একটা দিনও চলবে না ;
আমি একটা উপন্যাসে প্রেমের গল্প জন্ম দিয়েছিলাম
এ সেই নায়কের কথা।
কি জানি কিসের টানে উপন্যাসের নায়ক নায়িকাকে ছেড়ে চলে গেল
একদিন ভর দুপুরে নীল ডায়েরিতে নিঃশব্দে
সুইসাইড নোট লিখে নায়িকা আত্মহত্যা করল —
তার দুই বছর পর নায়ক ঠিকই নায়িকার খোঁজে ফিরে এসেছিল
কিন্তু ততদিনে সব শেষ;
কি হত ? ক’দিন অপেক্ষা করলে ?
এখন এখানে পড়ে আছে শকুনের বিষাক্ত দৃষ্টি –
পড়ে আছে ঘোর অন্ধকার রাত্রি :
সন্ধ্যার বাতাসে তোমার হৃদয় পোড়া বিরহ গন্ধ
তুমি এখন নেই পৃথিবীতে ইয়ানা
হাই ইয়ানা ! তুমি কেন চলে গেলে?
আজ বলো তুমি নীল আকাশের কোন শুকতারা টা ?
আজ তুমি হীন পৃথিবী
বর্ণময় রঙিন বিষাদে ঢেকেছে
বেদনার রঙ দিয়ে আমি উপন্যাসের পরি সমাপ্তি টেনেছি।
নিষ্ঠুর নিয়তি সম্মুখে এসে দাঁড়িয়েছে
এছাড়া আমার আর কিইবা করার ছিল
গভীর রাত্রির মতো আমার দু’চোখে স্তব্ধতা এক পৃথিবী জুড়ে
তোমার না থাকা শূন্যতা হাহাকার করে ফিরছে।

তারিখ 23.01.2022

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
তোমার জন্য পৃথিবী সুন্দর, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৪-০১-২০২২ | ৮:৪৬ |

    সন্ধ্যার বাতাসে তোমার হৃদয় পোড়া বিরহ গন্ধ
    তুমি এখন নেই পৃথিবীতে ইয়ানা
    হাই ইয়ানা ! তুমি কেন চলে গেলে?
    আজ বলো তুমি নীল আকাশের কোন শুকতারা টা ? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ২৪-০১-২০২২ | ৯:৫৭ |

    বেশ আবেগময় এক অনুভূতির ছোয়া কবি আপু

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ২৫-০১-২০২২ | ০:১৪ |

    অপূর্ব উপস্থাপন।

    GD Star Rating
    loading...