আমি বলেছিলাম ভালোবাসার পথ কষ্টের হয়;
সে সুদীর্ঘ পথে তুমি আমার পাশে হাঁটতে পারবেনা,
তুমি একটা সময়ে ঠিকঠাক বদলে যাবে।
ভালোবাসার পথে ছড়িয়ে ছিটিয়ে থাকে অজস্র কাঁটা
তাই তুমি অন্য পথ ধরে হেঁটে যাবে একটা সময়।
আজ ভালোবাসার পূর্নতায় ভরিয়ে দিলে ঠিক,
কিন্তু আগামীকাল আজকের মতো ভালোবাসতে পারবেনা।
হৃদয় কোন খেলনা নয় যে প্রতিনিয়ত ভাঙবে গড়বে;
আর তাই একটা সময় তুমি বদলেই যাবে।
আমি জানি তুমি এক জায়গায় থাকতে অভ্যস্ত না,
তুমি চলে যাবে এবং নিজেকে বদলে নিবে।
তুমি আমার সাথে দুঃখের আগুনে জ্বলতে পারবেনা
তোমাকে জ্বলতে হবে এই পৃথিবীর আগুনে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
তুমি বদলে যাবে,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তুমি আমার সাথে দুঃখের আগুনে জ্বলতে পারবেনা
তোমাকে জ্বলতে হবে এই পৃথিবীর আগুনে।
loading...
চমৎকার প্রকাশ
loading...