প্রিয় বন্যা
কেমন আছ, ভাল থাক সব সময় সেই কামনা। অনেক দিন পর লিখতে বসেছি।
লিখতে গিয়ে কিছুটা থমকে গেলাম। ইংরেজীতে যত সহজে Dear লিখা যায়, বাংলাতে “প্রিয়” যেন তত সহজে লিখা যায় না। বাংলাতে কাউকে নামের আগে প্রিয় লিখতে গেলে বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠে। ইংরেজী Dear এর যেন অনেক মানে হয়ে উঠে “প্রিয়”। একেকটা ভাষার একেক রকম সীমাবদ্ধতা যেমন আছে তেমন একেক রকম অর্থও আছে।
মনে আছে সেই অনেকদিন আগে টিভিতে বসুন্ধরা হাউজিং এর বিজ্ঞাপনে একটি সংলাপ শুনেছিলাম “লোকেশানটা খুব চমৎকার” পরে তোমাকে বলেছিলাম লোকাশান শব্দে যে ম্যাসেজ(বার্তা) আছে এর বাংলা প্রতিশব্দে সেভাবে প্রকাশ করা যায় না।
কত বছর আগের কথা ২৮ বছর তো হবেই। কত সময় চলে গেছে আমাদের জীবন থেকে… চিঠির মত এমন সুন্দর জিনিস মনে হয় আর নেই। চিঠি লিখা আর চিঠি পাওয়ার মধ্যে যে আনন্দ তা আর কিছুতেই নেই। ডিজিটালের যুগে আমি এখনো মেইল এর চেয়ে চিঠিকেই ভালোবাসি, মনে হয় পরিবর্তনের এই জোয়ারে আমি এখনো এনালগ রয়ে গেলাম।
আমার স্ত্রী সব জানেন, বোঝেন। এও জানেন তোমার সাথে আমার যোগাযোগ আছে। ইচ্ছে করেই হয়তো মুখ ফুটে বলতে চান না। “কে হায় হৃদয় খুঁড়ে যন্ত্রনা জাগাতে ভালোবাসে”। এক জন মানুষের জীবনে এবং মনে অনেক মানুষ এর ভুমিকা থাকে। ভাগ্যিস মানুষ অন্যের মন দেখতে পায় না, যদি দেখতে পেত সংসারের সব সুখ উড়ে যেত …
তুমি রবে নিরবে হৃদয়ে মম …
আমি আমৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্তই রয়ে যাব। সব কিছু ফেলে যদি তোমার আগে চলে যাই তবে একটা অনুরোধ করতে চাই। আমার মৃত্যুর পর যদি আমার লাশ (মানুষ মরে গেলে লাশ হয়ে যায়, এই শব্দটা আমার একদম পছন্দ নয় ) দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য যদি তোমার হয় তাহলে আমার সংগ্রহে থাকা “সাগর সেনের” রবীন্দ্র সঙ্গীত গুলো শুনাবে … আমি জানিনা মানুষ মরার পর কোথায় যায়, হয়ত তুমিও …
কেন আজ মৃত্যুর কথা লিখলাম …
আমি তো নতুন স্বপ্ন দেখছি ২০২১ নিয়ে তা তুমি জানো। মান্না দের একটি গানের কলি দিয়েই আজ শেষ করছি “স্বপন যদি মধুর এমন, হোক সে মিছে কল্পনা, জাগিও না, আমায় জাগিও না।”
ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো শুধু নিজের জন্য। আর আমিও ভাল থাকব। ভাল থাকার জন্য যে জীবন আমি বেছে নিয়েছি, ভাল না থেকে কি পারি বলো।
মিতা।
loading...
loading...
ভাল থাকার জন্য যে জীবন আমরা বেছে নিয়েছি, ভাল না থেকে কি পারা যায়।
loading...