দু’চারটে চুলের বয়স হয়েছে
মাথাও মাঝে মাঝে ঝিমঝিম করে
পা দুটো ব্যাথার সাথে সখ্যতায় মজেছে
গোঁফ-দাঁড়িও সাদা রঙে হলি খেলছে
বয়সটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময়ের চিলেকৌঠায়,
বউ-বাচ্চা আর সংসারের টানাটানিতে
রাতদিন পরিশ্রম করে
দু’চার পয়সার পিছনে ছুটতে ছুটতে
কবে যে আসলাম সময়কে পিছনে ফেলে
টেরই পেলাম না, এখন শুধু ভাবায়, কাঁদায়,
বয়স হয়েছে ভাবলে, আঁতকে উঠি
এ বুঝি থেমে যাবে জীবনের গাড়ি!
কত স্বাদ ছিল অসময়ের হবো সাথী!
কত আহ্লাদ! কত প্রেম! জীবনের প্রতি
এখন শুধু কল্পণায় বাসা বাঁধি কৈশরের দস্যিপনায়।
২০ :৪০
১২/১২/২০২১ইং
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কাব্যপাঠে আসলেই ধমকে দাঁড়াই
সত্যই ত বয়স হয়েছে বেশ আর কত চলবে এভাবে—সুন্দর কবি দা
loading...
জীবনের প্রতি এখন শুধু … কল্পনায় বাসা বাঁধি কৈশরের দস্যিপনায়। __ ঠিক তাই।
loading...