বুকের ভেতর এক সমুদ্র চাপা কান্না
কখনো ঢেউ ভাঙে
কখনো দুর্নিবার ঢেউ হয়ে ছুটে যায় বহুদূরে
কখনো নিঃশব্দ বিচরণ।
যদি এ চোখে এক সমুদ্র জল শুকোয়
তাতে তোমার কি যায় আসে?
তুমি ভালবাস আমাকে?
ছুঁয়ে দাও কান্নার জল এ চোখে ;
ভালবাসতে আমার কেমন ভয় …
কিন্তু হলে কি হবে ?
তুমি তো আর কোথাও আমার নেই –
বুকের ভেতর এক আকাশ নীল কষ্ট
ফেরারী দিনের মত ছুঁয়ে যায় আমাকে :
আজ ও তোমায় আমি খুঁজি
শুকিয়ে যাওয়া স্তব্দ বিকেলের হলুদ রোদের মায়ায়
সমুদ্র বুকে পাথরের জল পিপাসায়,
তৃষ্ণার্ত মনে উড়ন্ত মেঘ আর নরম বৃষ্টির ঝাপটা।
থমকে থাকা নীরব রাত্রির ঠৌটে চুঁইয়ে চুঁইয়ে ঝরে পড়ছে ভোরের অব্যর্থ শিশির,
দুর্নিবার সমুদ্র আকর্ষণে বিমোহিত শিশির স্বপ্ন ;
কম অবাক হইনি আমিও
একটু একটু করে ব্যাপৃত করেছ তুমি আমার বিমুগ্ধ হৃদয়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
হৃদয় গহীনে একলা তুমি,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
একটু একটু করে ব্যাপৃত করেছ তুমি আমার বিমুগ্ধ হৃদয়। হৃদয় ছোঁয়া উপমা।
loading...
সাবলীল উপস্থাপন।
loading...