কোন এক আততায়ীর হাতে একদিন আমি খুন হয়ে যাবো।
পাথরের আঘাতে থেঁতলে দেয়া হবে আমার মুখমণ্ডল ;
যেন পরিচিত স্ব-জনরা আমাকে চিনতে না পারে।
পাশেই কোথাও পরে থাকবে জিহ্বার কাটা অংশটুকু ;
কারন একটাই যে আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম।
আমার হাতটা খুঁজে পাওয়া যাবে কোন এক ডাস্টবিনে ;
কারন এই হাত দিয়েই আমি সত্যের পক্ষে লিখতাম।
পা দুটোকে ওরা দুমরে মুচরে ভেঙে ফেলে দিয়েছিল ;
ওরা জানতো এই পা নিয়েই তুমি বিরোধী মিছিলে গিয়ছিলাম।
রক্তের কাফনে জড়িয়ে ফেলে রাখবে আমার লাশ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
লাশ,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর ও সুশীল একটা লেখা।
loading...
জীবন বাস্তবতা।
loading...