কবিতার মানে

কবিতার মানে
সাইয়িদ রফিকুল হক

তোমরা সবাই কবিতাকে আজ ভাবছো খুবই সস্তা!
দিনেরাতে তাই আজেবাজে লিখে নিমিষে ভরছো বস্তা।
কবিতার কথা মনভাবনায় ভাবতে হয় যে ধ্যানে,
সাধক-প্রাণের ভাবুক-মনই বোঝে কবিতার মানে।
কবিতা নয়কো বিলাসী কারও খেয়ালখুশির বন্যা,
কবিতারা হলো হৃদভাবনার কৃষ্ট শব্দের কন্যা।
উৎকর্ষতা যখন কারও মনের গভীরে আসে,
হৃদয়খাতায় দেখবে তখন কবিতা তোমার ভাসে।
হৃদয়বেদনা খুব ভালোবেসে রক্তআখরে লেখো,
হৃদয়ের কাছে প্রতিদিন তুমি কবিতা-লেখাই শেখো।

ছন্দ তোমার মনের ভিতরে আজও বাঁধেনি বাসা,
কেমন করিয়া বন্ধু হে তুমি কবিতা লিখবে খাসা?
সবার আগে যে ছন্দসাগরে ডুব দিবে তুমি শুধু,
তারই সঙ্গে পান করবে হে ভাবসাধনার মধু।
দেখবে তখন কেমন হাসিয়া কবিতা তোমার আসে,
ছন্দজ্ঞানের হৃদ-ভালোবাসা কবিতা ফোটাবে খাসে।
কবিতাস্বর্গে ঢুকতে চাইলে কবিতা বুঝবে আগে,
মগজে তখন কবিতা আসবে রঙিন ফুলের রাগে।
ভালোবাসি আজ কবিতাবন্ধু, কবিতা বাসায় ভালো,
পৃথিবীটা আরো সুন্দর হবে, কবিরা জ্বালাবে আলো।

সাইয়িদ রফিকুল হক
১৮/০৮/২০২১

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ০২-০৯-২০২১ | ৬:২৯ |

     চমৎকার উপস্থাপন।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০২-০৯-২০২১ | ৯:০৩ |

    শুভ কামনা প্রিয় কবি। অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...