তৃতীয় জীবন

897a0-na

হে আমার মহাকালের তরুণ চিত্ত
চোখ বন্ধ করো
দেখে নাও তোমাকে,
কিম্বা তোমার অতীত আর ভবিষ্যতের চিত্তলেখা।

এখানে, প্রতিদিনের সূর্যাস্ত আর
সূর্যোদয় দেখছো তুমি
কিভাবে দিন রাত ঘন্টা সেকেন্ড
মহাকালের যাত্রা’ধারায় বয়ে চলেছে।

আমরা আমাদের
এই ছুটেচলা পথে পড়ন্ত বিকেলের
সোনালী মেঘের সাথে নিজেদের
সোনালী সৌন্দর্য্যের
অনুপস্থিতি লক্ষ্য করছি।

আকাশের মেঘ আর সমুদ্রের
কোলাহল পেছনে ফেলে
আমরা প্রত্যক্ষ করছি
চাঁদের বিকীরণ, মার্চের রক্তাক্ত ঘূর্ণিঝড়
কসমিক অররা ও তাঁর রেডিয়েশন।

আমাদের এই দূরবীন চোখে
বর্তমান থেকে ভবিষ্যতের দিকে
হামেশাই তাকিয়ে ভেবেছিলাম।

ছানিপড়া এই চোখের পাতার নিচে
কোনো একদিন চাপা পড়বে
পাহাড়ের গর্ভে জন্ম নেয়া অগ্নিগিরি
আর তা বাঁধাগ্রস্থ করবে
মানুষের অন্তরে বেড়ে ওঠা বিষাদগ্রস্ত রাডার।

আমরা একে একে হারিয়ে যাচ্ছি
সময়ের অন্ধকার জালে,
আমরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি
ঘুটঘুটে সময়ের অন্ধকার জলে
আমরা আগুন আর বাতাসে ভেসে
ব্রহ্মাণ্ডের মহাশূন্যে এক আজনবি এস্ট্রোনট।

আমাদের একেকটা শব্দ
হাজারো আলোকবর্ষ পেরিয়ে
আবার ও ধেয়ে আসছে আমাদের দিকে;
আমাদের শুরু এবং শেষ একই মাটিতে…

আমাদের রচনা অথবা রচিত ইতিহাসে
আমরাই চাপা পড়ে উপহার হবো
নতুন ইতিহাসের যার রচয়িতা
এক আননৌন থর্ড।

.
শুক্রবার আগস্ট 21 2020 রাত: 8:25

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০৮-২০২১ | ১৫:০০ |

    আমাদের একেকটা শব্দ
    হাজারো আলোকবর্ষ পেরিয়ে
    আবার ও ধেয়ে আসছে আমাদের দিকে;
    আমাদের শুরু এবং শেষ একই মাটিতে… ___ শুভ কামনা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ২৩-০৮-২০২১ | ১০:০৮ |

    চমৎকার লেখেছেন কবি আপু অনেক শুভেচ্ছা রইল

    GD Star Rating
    loading...