যখন আমি তোমার
একান্ত প্রেম কামনায় আত্মমগ্ন;
তখন সমুদ্রের ধূসর মুখবয় শঙ্খচিল
সমুদ্রের ঢেউ, উপরে ওঠা বাজপাখি
আর সোনালী ঈগল আমার ঠোঁট।
তখন জীবনের প্রত্যেকটা
বিশেষ মুহূর্ত আমার;
দুরন্ত ছুটে চলা সময়গতি শুধুই আমার।
আমার কাছে এসে থমকে যায়
অন্তরে প্রেম জাগে,
ভালবাসা গভীর আচ্ছাদন সাজিয়ে
পূর্ণতায় ছেয়ে নেয়
জীবনের সকল দুর্বিষহ মুহূর্তগুলো।
তোমার হৃদয়ের দখলদারিত্বে
আমার যে পরিতৃপ্তি, তা যে আর অন্য
কোথাও পাওয়া দায়
তোমার যে স্বপ্ন ভাবনার সাথী
তোমায় ভালোবাসি;
এই শব্দটি আমার কাছে
আমার অস্তিত্বের চেয়েও মূল্যবান
তোমাকে পাওয়ায় আমার পৃথিবীর
সকল সুখ সকল স্বপ্ন সকল
আনন্দ সকল আশা সকল আকাঙ্ক্ষা
আমার দুনিয়ায় সাজানো
বাগিচার মতই নান্দনিক
মরূদ্যানের ওই পূর্ণ দীর্ঘ রজনী
যেভাবে তারার মেলা সাজিয়ে
আমাকে করেছে আকৃষ্ট
সে সবই তোমারই দেয়া সৌন্দর্য মহিমা
তোমার চোখেই বিশ্ব দেখি
বিশ্ব ভ্রমণ করি;
তোমার স্বপ্নে বিভোর হয়ে উঠে
প্রতিটা সোনালী ভোর
নতুন উদ্যমে, প্রভাতফেরীর মিছিল থেকে
যেভাবে বেঁচে থাকারও যুদ্ধ ঘোষণা হয়।
আমি সেই যুদ্ধের ডাক পেয়ে
তোমার হৃদয়ে আশ্রিত স্বপ্ন কন্যা
তুমি তো বল;
কোন এক অদৃশ্য ক্ষমতা বলে
তোমায় পেয়েছি কুড়িয়ে;
পৃথিবীর এত ঝড়
এত কাঠ-খড় পুড়িয়ে যেখানে
আমরা লড়াই করেছি
প্রকৃতি বলছে তোমার জন্যই
এতটা পথ পাড়ি দেয়া।
এতটা যুদ্ধ করা নিজের সাথে নিজের
এতটা লড়াই করে
শেষ পর্যন্ত তোমার বুকে আশ্রয়
তোমার বুকে শান্তির যে ফোয়ারা।
পৃথিবীর এই অপরূপ সৌন্দর্যে ফিরে
আর কোথাও পায়নি পাওয়া যাবে ও না…
যখন আমি তোমায় ভালোবাসি
তখন আমি হয়ে যাই
মরুভূমির নক্ষত্র, চাঁদের আলো
চারপাশে জমা কত নেকড়ের দল
মনে হয় মুহুর্তের মধ্যে গিলে খাবে
সব সৌন্দর্য, সব অবয়ব।
চারপাশের প্রাকৃতিক
ঝড়ের কবলে পড়া এই জীবন
পাড়ি দিয়ে তোমার কাছে এসেছে
তা তুমি একমাত্র ভালো জানো
হে প্রিয়
এই দ্রবীভূত আলো
অদৃশ্য জীবনের গল্প গাথা
আফিমের ফুল হয়ে নিজেকে
করেছে মাতোয়ারা
এখানে শুধু তোমারি নেশা
আমাকে করেছে মুগ্ধ
এখানে লজ্জাপতির বৃক্ষে
কোমল, লতায় পাতায় যে লজ্জার ছায়া
সে তো আমার;
তোমার কাছে এসেই হয়ে যায় ম্লান।
যখন আমি ভালোবাসি তোমায়
সুতীব্র দহন একে একে ঝরে পড়ে
ঘর্মাক্ত শরীরের জলের ফোটায়
শরীরের শিরা উপশিরা
জমাট বেঁধে থাকা রক্ত কণিকা
দুরন্ত আর অগ্নিগর্ভ হয়ে যায় চঞ্চল
ঠোঁটে এসে যায় পৃথিবীর সবচাইতে পরিতৃপ্তির আনন্দ
জিহ্বায় ভেসে ওঠে অসাধারণ স্বাদ।
খালি পায়ে যখন শিশিরের বুকে
নিজেকে তুলে ধরি
গ্রামের মেঠোপথ ধরে যখন
হাঁটাচলা করি,
পৃথিবীর সব সমতল যেন
আমায় বিন্দুবিন্দু শিশিরের মাদুর বিছিয়ে দেয়
তার বিপরীতে আমি হয়ে উঠি
চঞ্চল তোমার প্রেমে ব্যাকুল এক প্রাণ
যদি তুমি প্রিয়সি বলে
কপালে আলতো চুমুতে ঘুম ভাঙিয়ে দাও
তখন আমার জগৎ জীবন
ফুলবাগানের মতোই রঙ্গিন হবে
আর যাই হোক
অনেক ভালোবাসি তোমায়
অনেক দুঃস্বপ্নের সিলগালা দিবস রজনী
পেছনে ফেলে অস্তিত্বের লড়াইয়ে
দিনশেষে তোমার ভাবনাগুলোকেই
বেছে নিয়েছি
এইতো আমি
এইতো আমি, আমি
তোমার তোমার প্রিয়তমা।
loading...
loading...
বেশ রোমান্টিক ময় অনেক শুভেচ্ছা রইল কবি আপু
loading...
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন সবসময়
loading...
তোমার ভাবনাগুলোকেই বেছে নিয়েছি
এইতো আমি … এইতো আমি, আমি
তোমার তোমার প্রিয়তমা। ___ চমৎকার প্রকাশ কবি হ্যাপি সরকার।
loading...
অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ভাইয়া
loading...