মানুষকে ভালোবাসতে গিয়ে
যখন নিজেকে নিঃস্ব করে তুলি,
ঠিক তখনি তারা নিজেকে দেবতা ভেবে,
নিজের উচ্চতার চেয়ে উঁচু হতে গিয়ে,
হুড়মুড় করে ভেঙে খানখান হয়ে পড়ে।
আমি তখন লজ্জায় মাটিতে মিশে
যেতে যেতে, অযত্নে পড়ে থাকা এক
বীজের থেকে অংকুরিত হয়ে,
মহীরুহের সতেজ ডালপালা
মেলে দেই পাখিদের জন্য।
পাখিরা আমায় আকাশ ভাবে, ফুলে ফলে ভরা কানন ভেবে জড়িয়ে দেয় নিঃসীম
মায়ায়। সেই মানুষ গুলি এবার আমায় আরাধ্য ভাবে, স্তুতি গান করে প্রতি
জ্যোৎস্নায়।
কিন্তু হায়, তোমার আকাশে যাকে অজস্র তারার মাঝেও দাওনি ঠাঁঁই, অন্যের আকাশ থেকে তার পূর্ণিমা আলো চুরি করে নিতে চাও বলো কোন দুঃসাহসে?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
‘তোমার আকাশে যাকে অজস্র তারার মাঝেও দাওনি ঠাঁঁই,
অন্যের আকাশ থেকে তার পূর্ণিমা আলো চুরি করে নিতে চাও বলো কোন দুঃসাহসে?’
loading...