এই মহামারীর ভয়াল দিনে-
তোমার ফ্রীজের এককোনা
নয় রইলো এবার একটু খালি,
খালি পেটের একটি মানুষ
তা দিয়ে মাংস-ভাত খেলো
ক’দিন পেটপুরে এক থালি।
ইব্রাহিমের পুত্র ইসমাঈল
যখন গিয়েছিলো কুরবানীর
প্রথম ছুরির তলে,
ডীপফ্রীজের নামখানি কেউ
শুনেছিলো সেই কালে?
তাহলে কুরবানী দিয়ে
সেটি ভরে রাখা আজ,
জায়েজ করে নিলে তুমি
কোন ফতোয়ার বলে?
মিসকিন আর প্রতিবেশীদের
হক পূরণের পরে, বুক ফাটে
তবু মুখ ফুটে চায় না, এমন
কাউকে ভেবে নিতে পারো
যদি “আপন” বলে, বিলিয়ে
দিও তোমার ভাগের কিছুটা
তাকে ডেকে নিয়ে নিরলে।
তার খালি পাত ভরে উঠুক
ক’দিন তোমার ভাগের গোশে,
মরমি কবি ভেবে দেখে বলে,
তাতে কিন্তু অশেষ পূন্য মেলে!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
খালি পাত ভরে উঠুক
ক’দিন তোমার ভাগের গোশে,
মরমি কবি ভেবে দেখে বলে,
তাতে কিন্তু অশেষ পূন্য মেলে!
loading...