বিপন্ন পৃথিবীর কান্না

ttyui

আজ পৃথিবীটা লাশ কাটা ঘর হয়ে গেছে
নর্তকীরা আর ঘোমটার তালে পা মেলাচ্ছে না
চারিদিকে ভয়ঙ্কর অসুখ,
ফসলের ক্ষেতে ধানের শীষে আর স্বপ্ন নেই
রৌদ্দুরে পুড়ে দগ্ধ হচ্ছে রাত
মানুষের চোখের জলে নুনের ঘ্রাণ,
সমুদ্র ঝড় মানুষের বুকে আছড়ে পড়ছে
প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে মানুষ
মানুষ সমুদ্রের মতোই
আহা! মানুষ বনাম সমুদ্র;

মাঝেমধ্যে চোখের পাতায় সোনালি বিকেল শিষ কেটে যায়
তখন খুব মনে পড়ে
ফেলে আসা দিনগুলো কত সুন্দর ছিল,
আজ মানুষ ড্রয়িং রুমে বসে
ভারতীয় টিভি সিরিয়াল দেখতে ভুলে গেছে
যদি সত্যি এমন হয়
তবে করোনা মানুষ কে একটা শিক্ষা দিতে পেরেছে।
আজ মানুষের মনে কি আর প্রেম আছে?

মৃত্যুর ধ্বংসস্তুপ কাঁধে নিয়ে জন্মের ঋণ শোধ করতে যেয়েও
ভয়ঙ্কর হিংস্রতার চোরা ফাঁদে পড়ছে কত স্বজন।
প্রতিটি মানুষই ক্লান্ত সৈনিক
আমরা সবাই নিজের সঙ্গে যুদ্ধ করছি বেঁচে থাকার এ লড়াইয়ে
ভালবাসা এখানে গৌন হয়ে গেছে।

আজ মানুষ নিজের সঙ্গে নিজেই অভিনয় করেছ
কৃত্রিম সুখ আর কৃত্রিম ভালবাসার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সবাই,
করোনা হানা দিয়েছে পৃথিবীতে
কবে যে জীবনের ভোরে মৃত্যুর নিসর্গ বয়ে আনবে
তবে কি মানুষের শত্রু এই করোনা?
সব কিছু স্বাভাবিক হয়ে আবার এই পৃথিবীতে
সুন্দর ভোর ফিরে আসুক
এটাই প্রত্যাশা সবার।

একটা পাখিও নিখোঁজ হয়নি
একটা ফুল পাতা বৃক্ষ থেকে ঝরে পড়েনি,
আকাশ বিষণ্ন হয়নি এতটুকু
হে সুমহান সৃষ্টিকর্তা তুমি ক্ষমা করে দাও,
হে বিধাতা; তুমি দয়া করে
এই ভয়ঙ্কর মহামারী করোনার মৃত্যুকে থামিয়ে দাও
আবার পৃথিবীর বুকে জেগে উঠুক
আগামী দিনের জন্য সুস্থ সুন্দর
একটা প্রত্যাশার কাঙ্ক্ষিত সোনালি ভোর।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ১৩-০৭-২০২১ | ৯:৪২ |

    খুব ভালো লাগলো।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১৩-০৭-২০২১ | ১৪:১৩ |

    আবার পৃথিবীর বুকে জেগে উঠুক
    আগামী দিনের জন্য সুস্থ সুন্দর
    একটা প্রত্যাশার কাঙ্ক্ষিত সোনালি ভোর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  3. নিতাই বাবু : ১৩-০৭-২০২১ | ১৭:৩৬ |

    চমৎকার একটা কবিতা পড়লাম। কবির জন্য শুভকামনা থাকলো।

    GD Star Rating
    loading...