আজ পৃথিবীটা লাশ কাটা ঘর হয়ে গেছে
নর্তকীরা আর ঘোমটার তালে পা মেলাচ্ছে না
চারিদিকে ভয়ঙ্কর অসুখ,
ফসলের ক্ষেতে ধানের শীষে আর স্বপ্ন নেই
রৌদ্দুরে পুড়ে দগ্ধ হচ্ছে রাত
মানুষের চোখের জলে নুনের ঘ্রাণ,
সমুদ্র ঝড় মানুষের বুকে আছড়ে পড়ছে
প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে মানুষ
মানুষ সমুদ্রের মতোই
আহা! মানুষ বনাম সমুদ্র;
মাঝেমধ্যে চোখের পাতায় সোনালি বিকেল শিষ কেটে যায়
তখন খুব মনে পড়ে
ফেলে আসা দিনগুলো কত সুন্দর ছিল,
আজ মানুষ ড্রয়িং রুমে বসে
ভারতীয় টিভি সিরিয়াল দেখতে ভুলে গেছে
যদি সত্যি এমন হয়
তবে করোনা মানুষ কে একটা শিক্ষা দিতে পেরেছে।
আজ মানুষের মনে কি আর প্রেম আছে?
মৃত্যুর ধ্বংসস্তুপ কাঁধে নিয়ে জন্মের ঋণ শোধ করতে যেয়েও
ভয়ঙ্কর হিংস্রতার চোরা ফাঁদে পড়ছে কত স্বজন।
প্রতিটি মানুষই ক্লান্ত সৈনিক
আমরা সবাই নিজের সঙ্গে যুদ্ধ করছি বেঁচে থাকার এ লড়াইয়ে
ভালবাসা এখানে গৌন হয়ে গেছে।
আজ মানুষ নিজের সঙ্গে নিজেই অভিনয় করেছ
কৃত্রিম সুখ আর কৃত্রিম ভালবাসার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সবাই,
করোনা হানা দিয়েছে পৃথিবীতে
কবে যে জীবনের ভোরে মৃত্যুর নিসর্গ বয়ে আনবে
তবে কি মানুষের শত্রু এই করোনা?
সব কিছু স্বাভাবিক হয়ে আবার এই পৃথিবীতে
সুন্দর ভোর ফিরে আসুক
এটাই প্রত্যাশা সবার।
একটা পাখিও নিখোঁজ হয়নি
একটা ফুল পাতা বৃক্ষ থেকে ঝরে পড়েনি,
আকাশ বিষণ্ন হয়নি এতটুকু
হে সুমহান সৃষ্টিকর্তা তুমি ক্ষমা করে দাও,
হে বিধাতা; তুমি দয়া করে
এই ভয়ঙ্কর মহামারী করোনার মৃত্যুকে থামিয়ে দাও
আবার পৃথিবীর বুকে জেগে উঠুক
আগামী দিনের জন্য সুস্থ সুন্দর
একটা প্রত্যাশার কাঙ্ক্ষিত সোনালি ভোর।
loading...
loading...
খুব ভালো লাগলো।
loading...
আবার পৃথিবীর বুকে জেগে উঠুক
আগামী দিনের জন্য সুস্থ সুন্দর
একটা প্রত্যাশার কাঙ্ক্ষিত সোনালি ভোর।
loading...
চমৎকার একটা কবিতা পড়লাম। কবির জন্য শুভকামনা থাকলো।
loading...