নিঃসঙ্গতা

এখন রাত কাটে একাকী নিঃসঙ্গতায়
চৌদিকে চৈতালি হাওয়া বয়ে যায়
কে বাজায় বাঁশরী বিষন্নতায়?
যেন নিরবে রক্তাক্ত করে আমায়।

আমিতো রাখি না হাত তোমার হাতে
লিখিনা নাম আমার, তোমার সাথে
কোন সৈকতের বালিতে।

ডাকি না সেই প্রিয় নাম ধরে উচ্চস্বরে
প্রতিধ্বনি শুনিবার তরে
কোন নিস্তব্ধ পাহাড়ি উপত্যকা জুড়ে।

দেখিনা স্বপ্ন ঘুমে কিংবা জাগরণে
মাধবী রাতে রুপালী জোৎস্নার বানে
নিজেকে লুটাইতে তোমার আলিঙ্গনে।

এখন শুনি না গান আর বিমুগ্ধ মনে
মন ছুটে যায় সুদূর অতীতের পানে
বন্দী আমি নিঃসঙ্গতার আবরণে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-০৭-২০২১ | ১৭:১৬ |

    কবিতাটি পড়লাম। শুদ্ধ পরিচ্ছন্ন অনুভবের প্রকাশ। এমন লিখাকে কয়েক বার অথবা মনে মনে অথবা উচ্চারণে আবৃতি করে পড়ার চেষ্টা করা হলে পাঠকমন তুষ্ট হবে আশা করি। শুভেচ্ছা জানবেন কবি নাদেরা ফারনাছ। আপনাদের মতো লেখকদের নিয়মিত পদচারণায় শব্দনীড় থাকুক মুখর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ১০-০৭-২০২১ | ১৮:৫৩ |

    আপনার লেখা ‘নিঃসঙ্গতা’ কবিতাটা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। শুভকামনা থাকলো।

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ১১-০৭-২০২১ | ২:৩৩ |

    অসাধারণ
    মনোমুগ্ধকর লেখা

    GD Star Rating
    loading...